ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুলিশ সর্জেন্টের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:১৩, ১৭ নভেম্বর ২০১৬

পুলিশ সর্জেন্টের  বিরুদ্ধে  মামলা

কোর্ট রিপোর্টার ॥ বেআইনীভাবে মোটর বাইক আটক করে চাঁদাবাজির অভিযোগে এক পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে মামলা করেছেন মোঃ শাহজাহান মোল্লা নামের এক আইনজীবী। গত মঙ্গলবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর আদালতে মামলাটি করা হয়। মামলার আসামি মনির (৩৩) মতিঝিল ট্রাফিক দক্ষিণ জোনে কর্মরত আছেন। মামলার অভিযোগে বলা হয়, গত ৩১ অক্টোবর সকাল সোয়া ৯টার দিকে বাদী তার মোটর বাইক ঢাকা মেট্রো-হ-২২-৬৫০০, ডিসকভার-১০০ যোগে রাজধানীর রাজউক ভবনের সামনে দিয়ে আদালতে আসছিলেন। ট্রাফিক সার্জেন্ট মনির কাগজপত্র থাকার পরও বাদীর কাছে দুই হাজার টাকা দাবি করেন। টাকা না দেয়ায় ১৯৮৮ সালের মোটরযান অধ্যাদেশ আইনের ১৪০ ধারায় মামলা দিয়ে তিনি বলেন ‘এ্যাডভোকেট এবং কোর্ট কাচারি আমার পকেটে থাকে।’ তিনি বাদীকে একটি ক্যাশ স্লিপ ধরিয়ে দিয়ে বলেন ‘জরিমানার চার শ’ টাকা ইউক্যাশে জমা দিয়ে দুই হাজার টাকা আমাকে দিয়ে বিআরটিএ এসি স্লিপ ফেরত নিয়ে যাবেন।’
×