ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৬ বছরের শিশুর বিশাল কাণ্ড

প্রকাশিত: ০৫:৫২, ১৭ নভেম্বর ২০১৬

৬ বছরের শিশুর  বিশাল কাণ্ড

বয়স মাত্র ৬ বছর ১০ মাস। কিন্তু এরই মধ্যে ছোট্ট অদ্বৈত করে ফেলেছে এক দুঃসাহসিক কাজ। মার হাত ধরে আরোহণ করেছে ১৭,৫৯৩ ফুট। পৌঁছে গেছে মাউন্ট এভারেস্টের বেসক্যাম্পে। অদ্বৈত-ই প্রথম মরাঠি তথা দ্বিতীয় ভারতীয় যে এত কম বয়সে এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছেছে। তবে শীত ঋতুতে সব থেকে কম বয়সে এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছনোর কৃতিত্ব অদ্বৈতরই। কিন্তু এত কম বয়সে এমন একটি কাজ সম্ভব হলো কি করে? অদ্বৈতর মা পায়েল, যিনি নিজে একজন পর্বতারোহী, বলেন, ‘প্রথমে ঠিক করেছিলাম আমি একাই যাব। কিন্তু অদ্বৈত জেদ ধরে বসে থাকল। তখন ওকে বললাম এই শীতে এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছতে গেলে ভাল মতো ট্রেনিং নিতে হবে ওকে। এরপরে এক মাস ধরে প্রতিদিন ও ১০০ ধাপ সিঁড়ি দিয়ে ওঠানামা করত।’ ১৩ দিনের এই এক্সপিডিশন শুরু হয় অক্টোবর মাসে। আর নবেম্বরের ৩ তারিখে মা-ছেলে গিয়ে পৌঁছান ১৭,৫৯৩ ফুট উঁচুতে অবস্থিত এভারেস্ট বেস ক্যাম্পে। অদ্বৈত জানায়, সব থেকে কঠিন ছিল নেপালে নামচি বাজার থেকে শুরু করে বেস ক্যাম্পের উদ্দেশে যাত্রাপথ। এরপর মাউন্ট কিলিমাঞ্জারো আরোহণ করতে চায় ছোট্ট অদ্বৈত। তবে অদ্বৈতের আগে সব থেকে কম বয়সে ২০১৪ সালের অক্টোবর মাসে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছেছিল পাঁচ বছরের দিল্লী নিবাসী হরশিত সৌমিত্র। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
×