ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেড কাপ শিরোপা চেক প্রজাতন্ত্রের

প্রকাশিত: ০৬:১২, ১৫ নভেম্বর ২০১৬

ফেড কাপ শিরোপা চেক প্রজাতন্ত্রের

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও ফেড কাপের চ্যাম্পিয়ন চেকপ্রজাতন্ত্র। ২-১ গোলে এগিয়ে গিয়েও শিরোপা পুনরুদ্ধার করতে ব্যর্থ হলো ফ্রান্স। শেষ পর্যন্ত চেকপ্রজাতন্ত্র ৩-২ ব্যবধানে হারায় ফরাসীদের। সেই সঙ্গে গত ছয় বছরের মধ্যেই পঞ্চম শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসে কেভিতোভা-পিসকোভা-স্ট্রাইকোভারা। রবিবার ২-২ ব্যবধানে সমতায় থাকার পর ডাবলসে ফ্রেঞ্চ জুটি ক্যারোলিন গার্সিয়া এবং ক্রিস্টিনা মাদেনোভিচের মুখোমুখি হয় চেকপ্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা এবং বারবোরা স্ট্রাইকোভা। কঠিন লড়াইয়ের পর শেষ পর্যন্ত চেকরাই হাসে শিরোপা জয়ের হাসি। ডাবলসে পিসকোভা-স্ট্রাইকোভা জুটি ৭-৫ এবং ৭-৫ ব্যবধানে হারায় গার্সিয়া-মাদেনোভিচকে। সেইসঙ্গে ফেড কাপে চেকপ্রজাতন্ত্রের রাজত্বটাকে আরও দীর্ঘায়িত করল তারা। ফেড কাপে এটি তাদের টানা তৃতীয় শিরোপা। গত ছয় বছরের মধ্যে পঞ্চম। আর সর্বমোট দশম শিরোপা। ফেড কাপে এখন সর্বোচ্চ শিরোপা জয়ের তালিকায় সবার উপরে আছে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ ১৭ বার শিরোপা জেতা আমেরিকা অবশ্য গত এক দশকেরও বেশি সময় ধরে এখানে আর উৎসব করতে পারছে না। তবে সবচেয়ে গর্বের বিষয় হলো বারবোরা স্ট্রাইকোভার। কেননা শেষ পাঁচবার চ্যাম্পিয়ন হওয়া এই চেক দলের একমাত্র সদস্য তিনি। যিনি সবকটিতেই অংশগ্রহণ করেছেন। ২০১১, ২০১২, ২০১৪ ও ২০১৫ সালের পর এবারও ট্রফি হাতে উচ্ছ্বাস করেছেন স্ট্রাইকোভা। অবিশ্বাস্য এই অর্জনে স্ট্রাইকোভা নিজেও বিস্মিত। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘অবিশ্বাস্য। আবারও শিরোপা উৎসব করছি আমরা। এই আনন্দ প্রকাশের কোন ভাষা নেই। এটা আমাদের পঞ্চম শিরোপা। এই ট্রফি জয়ের অনুভূতিটা সত্যিই অন্যরকম। যা আসলেই অবিশ্বাস্য।’
×