ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাইট শেয়ার আবেদন প্রত্যাহার করবে বিবিএস

প্রকাশিত: ০৪:০৫, ১৫ নভেম্বর ২০১৬

রাইট শেয়ার আবেদন প্রত্যাহার করবে বিবিএস

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের (বিবিএস) রাইট আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, ২০১৫ সালের ২৭ আগস্ট কোম্পানিটির ২:১ হারে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকায় রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে ওই বছরের ১৫ অক্টোবর কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ৫ টাকা প্রিমিয়াম কমিয়ে প্রস্তাবিত রাইট শেয়ারের অনুমোদন দেয় শেয়ারহোল্ডারা। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন হলো ১০৫ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকা। আর শেয়ার সংখ্যা ১০ কোটি ৫৯ লাখ ৮৪ হাজার। গোল্ডেন সনের এজিএমের তারিখ পরিবর্তন অর্থনৈতিক রিপোর্টার ॥ কৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণেই কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ২৪ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আগামী ২৪ ডিসেম্বর কোম্পানির এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছিল। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ১৬ নবেম্বর।
×