ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাভারে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ১

প্রকাশিত: ০৯:০৭, ১৪ নভেম্বর ২০১৬

সাভারে ব্যবসায়ীকে  পিটিয়ে হত্যার  অভিযোগে  আটক ১

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৩ নবেম্বর ॥ সাভারে রবিবার এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের শাশুড়ি বাদী হয়ে রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোাগে বলা হয়, বাদীর মেয়ে কাজলের স্বামী আব্দুল কাদের (৪০) ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরস্থ ‘মোল্লা ফিলিং স্টেশন’ সংলগ্ন একটি দোকান ভাড়া নিয়ে থাই গ্লাসের ব্যবসা করে আসছিল। তার ব্যবসায়িক অংশীদার ছিলেন ওই পাম্পের মালিকের শ্যালক সেলিম (৩৫)। রবিবার সকালে দোকানে থাকাকালীন সময়ে ‘টাকা পাওয়ার’ কথা বলে ওই ফিলিং স্টেশনের মালিক তার শ্যালক সেলিমসহ অজ্ঞাতনামা ৭/৮ জন লোককে কাদেরের দোকানে পাঠায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানের শার্টার নামিয়ে কাদেরকে মারধর করা হয়। এর একপর্যায়ে কাদের মোবাইল ফোনে তার খালাতো বোন সালমাকে জানায় যে- যদি তার কিছু হয়, তা সেলিমের নিকট থেকে জানা যাবে। মারধরের ফলে কাদের অসুস্থ হয়ে পড়লে তাকে বিবাদীরা সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। সেখানে বিকেল সোয়া ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বেলা সাড়ে এগারোটার দিকে কাদেরকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তিনি মৃত ছিলেন।
×