ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নোট বাতিলে ভারতে বেড়েছে সোনার দাম

প্রকাশিত: ০৬:১১, ১৪ নভেম্বর ২০১৬

নোট বাতিলে ভারতে বেড়েছে সোনার দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত ৮ নবেম্বর ভারতজুড়ে বাতিল হওয়া ৫০০ও ১০০০ রুপীর নোট ব্যবহারের সময়সীমা আরও ৭২ ঘণ্টা বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। সোমবার অর্থাৎ ১৪ নবেম্বর পর্যন্ত প্রয়োজনীয় কাজে কোথাও কোথাও এই পরিষেবা পাওয়া যাবে বলে ভারতের গণমাধ্যমে প্রকাশ হয়েছে। অন্যদিকে ভারতে হু হু করে বাড়ছে সোনার দাম। ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি উল্লেখ করেছেন, আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন নোট প্রচলনে ব্যাংক প্রস্তুত থাকলেও এটিএম মেশিনগুলো ‘রিক্যালিব্রেট’ করতে কিছু সময় প্রয়োজন। কারণ, এক হাজার মানের আর কোন নোট থাকছে না; অন্যদিকে নতুন করে দুই হাজার রুপীর নোট প্রচলন করা হচ্ছে।
×