ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০৭, ১৪ নভেম্বর ২০১৬

টুকরো খবর

হামলার শিকার আহত সন্ত্রাসীর মৃত্যু স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে প্রতিপক্ষের নৃশংস হামলার শিকার কথিত সন্ত্রাসী শুকুর আলী এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হেরে গেলেন। পুলিশি হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। শুকুর আলী শহরের খড়কী সার্কিট হাউসপাড়ার মতিয়ার রহমান মতির ছেলে। স্থানীয় সূত্র জানায়, গত ৬ নবেম্বর একদল সন্ত্রাসী তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এম এম কলেজের আসাদ হলে মারপিট করে। এসময় তার ডান পায়ের নখ উঠিয়ে দেয়া হয়। ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে দেয়া হয় উরু। পরে উদ্ধার করে তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরদিনই হাসপাতাল কর্তৃপক্ষ শুকুরকে ঢাকায় রেফার করেন। তবে পুলিশের এক কর্মকর্তা তাকে ঢাকা নিতে দেননি বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন শুকুরের বাবা। যশোর জেনারেল হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক ডাঃ প্রীতি জানান, গত ৬ নবেম্বর ভর্তি করা হয় শুকুরকে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। এক পায়ের নখ প্ল্যায়ার্স দিয়ে উঠিয়ে নেয়া ছাড়াও শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত ছিল। এছাড়া শুকুরের ডান পা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা ছিল। কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ কেশবপুর থেকে এক কোটি সাড়ে সাতাশ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। রবিবার ভোর এ মালামাল জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িতদের কাউকে আটক করতে পারেনি বিজিবি। যশোর ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, তারা জানতে পারেন শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় শাড়ির একটি চালান কেশবপুর হয়ে যশোরের দিকে আসছে। এরপর তার নেৃতত্বে একটি টিম কেশবপুর বাজার মেইন রোডে অবস্থান নেয়। বিজিবি সদস্যদের দেখে একটি ট্রাক রাস্তার পাশে ফেলে চালিয়ে যায় চালক। পরে গাড়িটি তল্লাশি করে এক কোটি সাড়ে সাতাশ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বিজিবি যশোর হেডকোয়ার্টারে জমা করা হয়েছে। সিলেটে ৭০ লাখ টাকা ছিনতাই স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ রবিবার দুপুর পৌনে ১টার শহরের কাজিটুলা এলাকায় ইউনিলিভার কোম্পানির ৭০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জানা যায়, আম্বরখানা বড়বাজারের ডিপো অফিস থেকে ২ জন হিসাবরক্ষক একটি প্রাইভেটকারে ৭০ লাখ টাকা নিয়ে এক্সিম ব্যাংক জিন্দাবাজার শাখায় যাচ্ছিলেন। তারা উত্তর কাজিটুলার কাহের মিয়ার গলিতে আসার পর ৪টি মোটরসাইকেল ও ১টি অটোরিক্সাযোগে একদল ছিনতাইকারী গাড়িটির গতিরোধ করে এবং তারা গাড়িটি ভাংচুর করে ৭০ লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। রাধা-কৃষ্ণের মূর্তি চুরি নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৩ নবেম্বর ॥ চট্টগ্রামের পটিয়ায় রাধা-কৃষ্ণের প্রাচীন একটি মূর্তি চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের মধ্যম হাইদগাঁও জনার্দ্দন ঠাকুরবাড়িতে এই ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার হাইদগাঁও ইউনিয়নের মধ্যম হাইদগাঁও জনার্দ্দন ঠাকুর বাড়িতে রক্ষিত ব্রিটিশ সরকারের আমলের রাধা-কৃষ্ণের মূর্তিটি চোরের দল মন্দিরের জানালা দিয়ে কৌশলে চুরি করে নিয়ে যায়। রবিবার ঠাকুর বাড়িতে ভক্তরা পূজা দিতে গেলে মূর্তি চুরির বিষয়টি নজরে পড়ে। ১০ ডাকাত গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাট উপজেলার হলিদাগাছি রেলগেট এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে বাঘা-চারঘাট সংযোগ সড়কে হলিদাগাছি রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি মহিষ ও ডাকাতি করার কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, নীলফামারী সদর উপজেলার নগরবন্দর গ্রামের সাইদুল ইসলাম ওরফে মুন্না, বগুড়ার কাহালু উপজেলার উত্তরা গ্রামের সেলিম হোসেন, ধুনট উপজেলার বিলচাতরি গ্রামের আবদুল খালেক, শিবগঞ্জ উপজেলার দুদাহার গ্রামের আলম হোসেন, শেরপুর উপজেলার উদগ্রামের লুৎফর রহমান, ছোট ফুলবাড়ি গ্রামের রুবেল হোসেন, মাগুরা গ্রামের ওবায়দুর রহমান, দশমাইল গ্রামের সেলিম রেজা, কুড়িগ্রামের উলিপুর উপজেলার মৌজা মধুপুর গ্রামের নজরুল ইসলাম ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বকচর গ্রামের সাহারুল আলী। ইয়াবাসহ গ্রেফতার এক স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ রবিবার সকালে পুলিশ দাশুড়িয়া ট্রাফিক মোড় থেকে ১১০ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হলো মহাদেবপুরের মৃত ইসমাইলের ছেলে বাবুশাহ। প্রশিকা কর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৩ নবেম্বর ॥ মাদারীপুরে কর্মরত প্রশিকার নারী কর্মীসহ অন্য কর্মীদের ওপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ এনে রবিবার সকালে মানববন্ধন কর্মসূচী ও স্মারকলিপি দিয়েছেন প্রশিকার কর্মকর্তা-কর্মচারীরা। মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে মাদারীপুর প্রশিকা কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও মাঠকর্মীরা অংশ নেন। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি দেন। এ সময় তারা থানায় মামলা গ্রহণ ও তাদের ওপর হামলাকারী শহিদুর রহমান শাহীনসহ তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
×