ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অক্টোবর মাসে লেনদেনের শীর্ষে লঙ্কা বাংলা সিকিউরিটিজ

প্রকাশিত: ০৬:০৫, ১৩ নভেম্বর ২০১৬

অক্টোবর মাসে লেনদেনের শীর্ষে লঙ্কা বাংলা সিকিউরিটিজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের অক্টোবর মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে তৃতীয় স্থনে উঠে আসে সিটি ব্রোকারেজ লিমিটেড। সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠানটি ৫ম অবস্থানে ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগের মাসের মতো অক্টোবরেও লেনদেনে প্রথম অবস্থানে ছিল লঙ্কা বাংলা সিকিউরিটিজ লিমিটেড। আর দ্বিতীয় অবস্থানে ছিল আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড। এ সময়ে ৪র্থ স্থানে ছিল আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড। সেপ্টেম্বরে ৭ম অবস্থানে থাকা এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস গত মাসে উঠে আসে ৫ম স্থানে। ২ ধাপ পিছিয়ে ৬ষ্ঠ স্থানে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, ১ ধাপ পিছিয়ে ৭ম স্থানে ইউনিক্যাপ সিকিউরিটিজ, অষ্টম স্থানে ইবিএল সিকিউরিটিজ, নবম স্থানে এমটিবি সিকিউরিটিজ, দশম স্থানে শেলটেক ব্রোকারেজ লিমিটেড। শীর্ষ বিশে থাকা অন্য ব্রোকার হাউসগুলো হচ্ছে, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, র?য়্যাল ক্যাপিটাল, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, বিএলআই সিকিউরিটিজ, মাল্টি সিকিউরিটিজ, প্রাইম ইসলামী সিকিউরিটিজ, এসআইবিএল সিকিউরিটিজ, ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও পিএফআই সিকিউটিরি লিমিটেড।
×