ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতিপক্ষের পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে দুজনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৩, ১৩ নভেম্বর ২০১৬

প্রতিপক্ষের পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে দুজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১২ নবেম্বর ॥ সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের বিরোধপূর্ণ ধানের জমিতে প্রতিপক্ষের পেতে রাখা বৈদ্যুতিক তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শনিবার ২ জনের মৃত্যু এবং ৩ জন আহত হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় ৮ জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, পূর্ব ঝিনিয়া গ্রামের মফিজল হকের ছেলে তসলিম উদ্দিনের সঙ্গে প্রতিবেশী আবুল শেখের ছেলে হযরত আলীর দীর্ঘদিন থেকে ৮০ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই জমির মালিকানা নিয়ে মামলা হলে তসলিম উদ্দিন ডিক্রী পেয়ে জমিতে আমন ধান রোপণ করেন। এরই জের ধরে হযরত আলী বিরোধপূর্ণ জমির আধা-পাকা ধান ক্ষেতে নিজের রাইচ মিল থেকে জিআই তারে বিদ্যুত সংযোগ দিয়ে গোপনে ওই জমির চার পাশে পেতে রাখে। সকাল সাড়ে ৬টায় তসলিম উদ্দিন নারী-পুরুষ শ্রমিক নিয়ে ওই জমিতে ধান কাটার জন্য নামামাত্র তারা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তসলিম উদ্দিন (৩৫) ও মর্জিনা খাতুন নিহত এবং মেহের আলী ভোলার ছেলে শহিদুল হক, এনামুল হকের স্ত্রী মর্জিনা বেগম ও তসলিমের স্ত্রী জমিলা খাতুন গুরুতর আহত হয়। আহতদের সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল হোসেনের ছেলে হযরত আলী, হাবিজার রহমান, আজিজল হক, মৃত বজর আলীর ছেলে আবুল হোসেন, হযরত আলীর স্ত্রী গোলেনুর, আবুল হোসেনের স্ত্রী জরিনা বেগম, মোজাহার আলীর স্ত্রী আকলিমা বেগম ও হাবিজার রহমানের স্ত্রী মোর্শেদা আক্তারকে আটক করে।
×