ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৫২, ১৩ নভেম্বর ২০১৬

টুকরো খবর

ছেলে উদ্ধারে মুক্তিযোদ্ধা পিতার সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১২ নবেম্বর ॥ অপহৃত ছেলেকে উদ্ধারের দাবিতে শনিবার দুপুরে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধা আব্দুল হক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সদর উপজেলার নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজে ডিগ্রী অধ্যয়নরত তার ছেলে উজ্জল হোসেন এ বছর ৪ জানুয়ারি দুপুরে পার্শ্ববর্তী লাহাড়ীকান্দা বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরদিন সকালে সে বাবাকে তার মোবাইল ফোনে তিন শ’ টাকা বিকাশ করে দিতে বলে। এ সময় সে ঢাকায় আছে বলে বাবাকে জানায়। এর দু’দিন পর অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মুক্তিযোদ্ধা আব্দুল হককে একটি নাম্বারে ৭০ হাজার টাকা বিকাশ করতে বলে; অন্যথায় তার ছেলেকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। নিরুপায় হয়ে মুক্তিযোদ্ধা তার ছেলে ও অপহরণকারীদের মোবাইল নম্বরে বিকাশের মাধ্যমে ১২ হাজার টাকা পাঠান। পরে বিষয়টি তিনি পুলিশকে অবহিত করলে মোবাইল ফোনের সূত্র ধরে ২৯ জানুয়ারি ঢাকার সাভার থেকে অপহরণের মূলহোতা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কিসমতপুর গ্রামের আনসার আলী খন্দকারের ছেলে খন্দকার আব্দুল জলিলকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে উজ্জল হোসেনের ব্যবহৃত মোবাইল সেটটি উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জলিল জানায়, ফেসবুকে উজ্জলের সঙ্গে তার পরিচয় হয়। সে পরিচয়ের সূত্র ধরেই উজ্জলকে ঢাকায় নিয়ে আসে। পরবর্তীতে ১৯ জানুয়ারি রাতে জলিল তার চার সহযোগীর সহায়তায় উজ্জ্বলকে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচার করে দেয় বলে পুলিশকে জানায়। এক মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়ে আসামি আব্দুল জলিল মামলা তুলে নিতে মুক্তিযোদ্ধা আব্দুল হককে এখন প্রাণণাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। এ মামলার অপর দুই আসামি জামালপুরের আবুল কালাম আজাদ জামিনে ও কিশোরগঞ্জের সাদ্দাম হোসেন এখনও পলাতক রয়েছে। সেই সাব রেজিস্ট্রারকে অবশেষে বদলি স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সনদ জালিয়াতির মামলায় জেল খেটে অবশেষে বদলি হলেন চকরিয়া উপজেলা সাব রেজিস্ট্রার পরিতোষ কুমার দাশ। ১৩ নবেম্বর ঢাকার বাড্ডার সাব রেজিস্ট্রার হিসেবে নতুন কর্মস্থলে যোগদানের কথা রয়েছে তার। ৭ নবেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে চকরিয়া উপজেলা সাব রেজিস্টার পরিতোষ কুমার দাশকে ঢাকার বাড্ডায় বদলি করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর দুপুরে সনদ জালিয়তির মামলায় পেকুয়ায় সাব রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনকালে দুদকের পরিচালক আহমদ ফরহাদ হোসেনের নেতৃত্বে পেকুয়া পুলিশ চকরিয়া উপজেলা সাব রেজিস্ট্রার পরিতোষ কুমার দাশকে আটক করে। এ মামলায় বেশ কিছুদিন জেল খাটেন তিনি। কক্সবাজার জেলা সাব রেজিস্ট্রার মোহাম্মদ আশরাফুজ্জামান পরিতোষ কুমারের বদলির সত্যতা নিশ্চত করেন। বৃদ্ধাকে ইট দিয়ে থেঁতলে দিল প্রতিপক্ষ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১২ নবেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলবাহার বেগম (৬০) নামে এক বৃদ্ধার শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে থেঁতলে দিল প্রতিপক্ষ। শনিবার বিকেলে উপজেলার বাড়িয়াছনি এলাকায় এ ঘটনা ঘটে। বৃদ্ধার ছেলে রাসেল জানান, বাড়িয়াছনি এলাকার শরীফ মিয়ার সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে শরীফ মিয়া বৃদ্ধা গোলবাহার বেগমের বাড়িতে প্রবেশ করে পরিবারের সকলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় প্রতিবাদ করায় গোলবাহার বেগমকে হাতে থাকা ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থান থেঁতলে দেয় শরীফ মিয়া। গোলবাহারের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে শরীফ পালিয়ে যায়। গোলবাহার বেগমকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১২ নবেম্বর ॥ যৌন হয়রানির প্রতিবাদ করায় সদর উপজেলার বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ১৬ জন জেএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করার মূল নায়ক একই উপজেলার মনখোলা গ্রামের সালাম দেওয়ানের বখাটে পুত্র শামিম দেওয়ান ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার দুপুরে বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মানববন্ধন কর্মসূচীতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন। তারা অবিলম্বে মামলার মূল আসামি শামীম দেওয়ানসহ অন্যান্য আসামিদের গ্রেফতারের দাবি জানায়। দুই নৌকার চাপায় শ্রমিক নিহত স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শনিবার সকালে গোয়াইনঘাট উপজেলার চেঙ্গেরখাল নদীর জলুরমুখ এলাকায় দুই নৌকার চাপায় বালু শ্রমিক নিহত হয়েছেন। নিহত সেবুল মিয়া (২২) সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের জৈনকারকান্দি গ্রামের ময়না মিয়ার ছেলে। জানা যায়, ভোরে বালু বোঝাই একটি নৌকা বিপরীত দিক থেকে আসা খালি নৌকাকে ধাক্কা দেয়। এ সময় সেবুল মিয়া নদীতে পড়ে গেলে উভয় নৌকার মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। সীতাকু-ে প্রেমিক যুগলের আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ১২ নবেম্বর ॥ সীতাকু-ে ১২ ঘণ্টার ব্যবধানে আত্মহত্যা করেছে প্রেমিক যুগল। আর এ ধরনের ঘটনায় দুই পরিবারের সদস্যরা নীরব থাকলেও এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত ১০টায় ও শনিবার সকাল ১০টায় উপজেলার কুমিরা কাজীপাড়া এবং ভাটিয়ারী রেলস্টেশন এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত প্রেমিক যুগল সীতাকু-ের কুমিরা কাজীপাড়া এলাকার সাবেক ইউপি মেম্বার আবু তাহেরের কলেজ পড়ুয়া কন্যা মাহমুদা আক্তার মিলি (১৯) ও একই এলাকার আহাম্মদ মেম্বারের পুত্র মোঃ রিজভী (২১)। মিলি ভাটিয়ারীর বিজয় সরণি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। জানা যায়, উপজেলার কুমিরা একই এলাকায় বসবাসের সুবাদে কলেজ পড়ুয়া মিলির সাথে রিজভীর প্রেমের সম্পর্ক হয় । কিন্তু শুক্রবার রাতে প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ার কথা শুনে অনেকটা হতবিহ্বল হয়ে পড়েন রিজভী। এ সময় তিনি ঘরের দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। এক পর্যায়ে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে ঘরের দরজা ভেঙ্গে রিজবীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে প্রেমিকের আত্মহত্যার ঠিক ১২ ঘণ্টা পর শনিবার সকালে কলেজে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যান মিলি। এ সময় তিনি কলেজে না গিয়ে কলেজ সংলগ্ন ভাটিয়ারী রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন। রাবিতে বিজ্ঞান উৎসব রাবি সংবাদদাতা ॥ ‘সায়েন্স ফিয়েস্তা’ শিরোনামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসব। রাবি সায়েন্স ক্লাবের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি জহুরুল ইসলাম মুন প্রমুখ। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রোজেক্ট শো প্রতিযোগিতা, সায়েন্স অলিম্পিয়াড, সায়েন্স টক, ওয়াল রিসার্স প্রেজেন্টেশন প্রতিযোগিতা। প্রতীকী অনশন নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১২ নভেম্বর ॥ পার্বতীপুরের তকেয়াপাড়া জমিরহাটে ধর্ষক সাইফুলের ফাঁসি ও তার সহযোগী আফজাল কবিরাজকে গ্রেফতারের দাবিতে ছাত্র একতা পরিষদ শনিবার বিকেল ৫টায় স্থানীয় শহীদ মিনারে প্রতীকী অনশন করেছে। ইতোপূর্বে তারা পালাতক আসামি আফজাল কবিরাজকে সাত দিনের মধ্যে গ্রেফতার করতে আল্টিমেটাম দিয়েছিলেন। সংগঠনের আহ্বায়ক আহসান হাবিব নয়ন, সদস্য ইমরান ইমু, আমির হামজা, মিরাজসহ ৩০ জন প্রতীকী অনশনে অংশ নেন।
×