ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হেইলে সুকায়ামা

মাইক্রোসফট এ্যাপল নতুন প্রতিদ্বন্দ্বিতা

প্রকাশিত: ০৬:১৮, ১২ নভেম্বর ২০১৬

মাইক্রোসফট এ্যাপল নতুন প্রতিদ্বন্দ্বিতা

মাইক্রোসফট এ্যাপলের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। ক’দিন আগে মাইক্রোসফট দুটো নতুন কম্পিউটার বাজারে ছেড়েছে। কম্পিউটার দুটো ছাড়া হয়েছে একসেট সৃজনশীল খদ্দেরকে লক্ষ্য করে যাদের এ্যাপল দীর্ঘদিন ধরে তার নিজেরই বলে দাবি করে এসেছে। কয়েক বছর আগেও মাইক্রোসফটের অবস্থা এমন দাঁড়িয়েছিল যে, টেক জগতের অধিকাংশই এই প্রতিষ্ঠানকে নিয়ে তেমন একটা মাথা ঘামাতো না। মোবাইল বিপ্লব থেকে বলতে গেলে ছিটকেই পড়ে যাচ্ছিল কোম্পানিটা। কাজেই মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা গত বছর যখন ঘোষণা দিলেন যে তার কোম্পানি লোকে পছন্দ করে এমন উদ্ভাবনীমূলক পণ্য তৈরির ওপর দৃষ্টি নিবদ্ধ করবে তখন সেটা নিশ্বাস করা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু নাদেলা সেটা করেই ছেড়েছেন। সম্প্রতি নিউইয়র্কে এক অনুষ্ঠানে মাইক্রোসফটের নতুন পণ্য দেখানো হয়েছে যেগুলো শুধু উৎপাদনশীলতা নয়, বরং পেশা ও সৃজনশীলতা উভয়ই সঞ্চার করে ও প্রসার ঘটায়। একটি হচ্ছে ২৮ ইঞ্চির একটি নতুন ডেস্কটপ কম্পিউটার যার নাম সারফেস স্টুডিও। শীর্ণ দুই ক্রোমের বাহুব ওপর বসানো এই কম্পিউটারটিকে লেখক ও স্কেচ আকিয়েরা যারা বড় কাগজ হিসেবে ব্যবহার করতে চান তারা ফ্ল্যাট এঙ্গেলের এ্যাডজাস্ট করে নিতে পারেন। মাউস ছাড়াও এতে আছে ডায়াল। ব্যবহারকারীরা ডায়ালটিকে স্ক্রিনের গায়ে বসিয়ে বিভিন্ন পরিবর্তন আনতে পারেন যেমন পেইন্ট কালার, মিড-স্ট্রোক ইত্যাদি। স্ক্রিনের বাইরে ডেস্কের উপর ডায়ালটিকে রেখেও কাজ করা যেতে পারে। মাইক্রোসফট সারফেস বুটের একটি নতুন সংস্করণ চালু করেছে। এটি হলো তার উন্নততর ল্যাপটপ যার ব্যাটারির আয়ু ১৬ ঘণ্টা এবং সর্বোচ্চ মানের ম্যাকবুক প্রোর চেয়ে কার্যক্ষমতা তিনগুণ বেশি। এই নতুন দুই ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটার থেকে মাইক্রোসফটের এ্যাপলের প্রতিদ্বন্দ্বিতা আবার নতুন করে শুরু হওয়ার আভাস পাওয়া যাচ্ছে তা নয়। আসলে এগুলোর দ্বারা মাইক্রোসফট যে জায়গায় ঢুঁ মারার চেষ্টা করছে সেটা বরাবরই এ্যাপলের জগত এবং সেটা হলো সৃজনশীল ধরনের ডিভাইসের জগত। ওদিকে এ্যাপলও নতুন ল্যাপটপ চালু করেছে ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় তার সদর দফতর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে সেইসঙ্গে এ্যাপল এটাও পরিষ্কার ইঙ্গিত দিয়েছে যে তার লক্ষ্য এখন সেই ব্যবসায় জগত যা বহু বছর ধরে মাইক্রেসফটের দখলে আছে। ইঙ্গিতটা পাওয়া গেছে এ্যাপলের বড় আইপ্যাড প্রো ট্যাবলেট চালু করার মধ্য দিয়ে। এই ট্যাবলেটে কীবোর্ড আছে এবং এটি মাইক্রোসফটের সারফেসের মতোই ল্যাপটপের সম্ভাব্য বিকল্প হিসেবে বিক্রি হয়। অনুবাদ ॥ এনামুল হক সূত্র ॥ ওয়াশিংটন পোস্ট
×