ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রফি হাতে পেলেন এ্যান্ডি মারে

প্রকাশিত: ০৬:১০, ১২ নভেম্বর ২০১৬

ট্রফি হাতে পেলেন এ্যান্ডি মারে

স্পোর্টস রিপোর্টার ॥ গত সপ্তাহেই বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা দখল করে নেন এ্যান্ডি মারে। সার্বিয়ার নোভাক জোকোভিচের রাজত্বের পতন ঘটিয়ে এক নম্বর স্থানটি নিজের করে নেন তিনি। কিন্তু তখনও ট্রফিটি হাতে পাননি ব্রিটেনের এই টেনিস তারকা। অবশেষে বৃহস্পতিবার এক নম্বরের পুরস্কার হিসেবে ট্রফির ছোঁয়াও পেয়ে গেলেন ২৯ বছর বয়সী এ্যান্ডি মারে। রবিবার থেকে শুরু হবে এটিপি ডব্লিউ ট্যু’র ফাইনালস। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আটজন তারকা খেলোয়াড় অংশ নিবেন এই ইভেন্টে। বৃহস্পতিবার লন্ডনে এই ইভেন্ট অংশ নিতে আসা টেনিস তারকারাও ছিলেন মারেকে ট্রফি হাতে তুলে দেয়ার সময়। টেনিস বিশ্বে দীর্ঘদিন ধরেই রাজত্ব করছেন নোভাক জোকোভিচ। গত মৌসুমটা তো স্বপ্নের মতোই কেটেছে তার। এই বছরের শুরুটাও দুর্দান্ত করেছিলেন তিনি। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি জোকোভিচ। সার্বিয়ান তারকাকে হটিয়ে এবার র‌্যাঙ্কিংয়ের চূড়ায় উঠলেন মারে। তবে শীর্ষে উঠা মারেকে অভিনন্দন জানাতে মোটেও ভুল করেননি নোভাক জোকোভিচ। আধুনিক টেনিসে গত ৪৩ বছরের মধ্যে এ নিয়ে ২৬তম খেলোয়াড় হিসেবে এক নাম্বার খেলোয়াড়ের তমকা গায়ে মাখলেন মারে। শুধু তাই নয়, প্রথম কোন ব্রিটিশ তারকা হিসেবেও টেনিস পুরুষের শীর্ষে জায়গা করে নিলেন তিনটি গ্র্যান্ডসøামের মালিক মারে। চলতি মৌসুমে উইম্বলডন জয়ের স্বাদ পেয়েছেন স্কটিশ তারকা। এরপর দাপট ধরে রেখেছেন রিও অলিম্পিকেও। টেনিস ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই অলিম্পিকে স্বর্ণপদক ধরে রাখেন তিনি। তারই পুরস্কার হিসেবে টেনিস র‌্যাঙ্কিংয়ের চূড়ায় উঠলেন মারে। ব্রিটিশ প্রতিনিধির সামনে এবার তা ধরে রাখার চ্যালেঞ্জ। গত দেড় দশক ধরেই টেনিস বিশ্বে রাজত্ব করেছেন রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল। এরপর আলো ছড়িয়েছেন নোভাক জোকোভিচও। এবার শুরু হলো মারের রাজত্ব।
×