ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোটের মাধ্যমে বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৫১, ১২ নভেম্বর ২০১৬

ভোটের মাধ্যমে বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না ॥  নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ দেশে বিরাজমান শান্তি ও উন্নয়ন কর্মকা-ের বর্ণনা দিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শান্তি ও উন্নয়নের প্রশ্নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আলোকিত হয়েছে। তিনি বলেছেন, খালেদা জিয়া ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে মানুষ পুড়িয়ে হত্যা করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাই ভোটের মাধ্যমে বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না। শুক্রবার সন্ধ্যায় জেলার কাজিপুর উপজেলার গান্ধাইলে প্রায় সোয়া চার কোটি টাকা ব্যয়ে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গান্ধাইল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শাহীন হাসান। সমাবেশে পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মাদ ওয়াহিদ হোসেন এনডিসি, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, সিভিল সার্জন ডাঃ শেখ মঞ্জুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মিয়া, কাজিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান বক্তব্য রাখেন। রাতে মন্ত্রী সিরাজগঞ্জ জেলা শহরের সিরাজগঞ্জ সরকারী কলেজের শেখ কামাল অডিটরিয়ামে উদীচী পরিচালিত শ্রী কমল সঙ্গীত বিদ্যালয়ের বার্ষিক সনদপত্র বিতরণ করেন। সঙ্গীত বিদ্যালয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং সিরাজগঞ্জ সদরের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নাকে সম্মাননা প্রদান করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকা-ের উদ্বোধন করে মন্ত্রী আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুত সকল ক্ষেত্রেই যখন দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি মহল সরকারকে বেকায়দায় ফেলতে জঙ্গী-সন্ত্রাস শুরু করেছিল। কিন্তু শেখ হাসিনার আহ্বানে ও দুরদর্শী নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মাত্র ২ মাসের ব্যবধানে জঙ্গী দমন করা হয়েছে। সরকারের উন্নয়ন কর্মকা-ে কোন অন্যায় দুর্নীতি সহ্য করা হবে না মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেছেন দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রযেছে। কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। সরকারদলীয় একজন সংসদ সদস্যকেও ছাড় দেয়া হয়নি তাকে জেলে যেতে হয়েছে।
×