ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ভাতা বঞ্চিত

প্রকাশিত: ০৪:২৭, ১২ নভেম্বর ২০১৬

শহীদ মুক্তিযোদ্ধা পরিবার  ভাতা বঞ্চিত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১১ নবেম্বর ॥ ধামইরহাটে শহীদ মুক্তিযোদ্ধা শফিউদ্দিনের নামে রাস্তার নামকরণ থাকলেও তার পরিবার সরকারী ভাতা থেকে বঞ্চিত রয়েছে। জানা গেছে, উপজেলার বড়মইশড় গ্রামের মুক্তিযোদ্ধা শফিউদ্দিনকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকি হানাদার বাহিনী গুলি করে হত্যা করে। হত্যার আগে হানাদারের দল মুক্তিযোদ্ধা শফিউদ্দিনকে তাদের জীপ গাড়ির পেছনে বেঁধে টেনে-হিঁচড়ে নির্মমভাবে নির্যাতন করে। সে সময় পাকি হানাদারদের নির্মম নির্যাতনে শহীদ হন মুক্তিযোদ্ধা শফিউদ্দিন। তার স্মৃতি ধরে রাখতে এবং মুক্তিযোদ্ধার সম্মানে ধামইরহাট থেকে আলতাদিঘীগামী সড়কের নামকরণ করা হয় ‘শহীদ মুক্তিযোদ্ধা শফিউদ্দিন সড়ক’। রাস্তার সেই নাম ফলক এখনও বিদ্যমান। শহীদ শফিউদ্দিনের পুত্র হারুন রশীদ অভিযোগ করেন, মুক্তিযোদ্ধা হিসেবে নিয়মিত সম্মানী ভাতা পাচ্ছি। কিন্তু শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত রয়েছি। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সংসদের ধামইরহাট উপজেলা কমান্ডার আঃ রউফ সাংবাদিকদের জানান, খুব শীঘ্রই মুক্তিযোদ্ধার সঠিকতা যাচাই করে ব্যবস্থা নেয়া হবে।
×