ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইতালির মন্ত্রীর সাক্ষাত

সন্ত্রাস ও জঙ্গীবাদে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না ॥ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭:৫৮, ১১ নভেম্বর ২০১৬

সন্ত্রাস ও জঙ্গীবাদে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না ॥ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে তার সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে বলেছেন, এ ধরনের কর্মকা-ের জন্য কাউকে ছাড় দেয়া হবে না। ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী সিনেটর বেনেদেতো ডেলা ভেদোভা বৃহস্পতিবার বিকেলে শেখ হাসিনার সঙ্গে তার সরকারী বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাত করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। খবর বাসসর। সন্ত্রাস ও জঙ্গীবাদ নিয়ন্ত্রণে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসবের পেছনে মূল পরিকল্পনাকারী কারা এবং কারা এদের অর্থ ও অস্ত্রের যোগানদাতা তা খুঁজে বের করার চেষ্টা চলছে। জঙ্গী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে তার সরকারের উদ্যোগের প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ বিষয়ে আমরা জনগণের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছি। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী দেশের ৬৪ জেলার সকল শ্রেণী-পেশার জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের সচেতনতা সৃষ্টির উদ্যোগও তুলে ধরেন। ইতালি বাংলাদেশের তৈরি পোশাক খাত ছাড়াও ‘ব্লু ইকোমনি’র ক্ষেত্রে সহযোগিতা করতে চায় উল্লেখ করে সিনেটর বেনেদেতো বলেন, আমরা বিশেষজ্ঞ সহযোগিতা প্রদানের মাধ্যমে বাংলাদেশের ‘ব্লু ইকোনমি’তে সাহায্য করতে চাই। পরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক ॥ ঢাকা সফররত ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী সিনেটর বেনেদেতো ডেলা ভেদোভা জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে আখ্যায়িত করে সকল রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় এর মোকাবেলার আহ্বান জানিয়েছেন। ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী সিনেটর বেনেদেতো ডেলা ভেদোভা বৃহস্পতিবার সকালে একদিনের সফরে ঢাকা এসেছেন। তিনি সকালে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে উপপররাষ্ট্রমন্ত্রী ভেদোভা গত ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তরাঁয় জঙ্গী হামলায় অন্যান্য দেশের নাগরিকসহ ৯ জন ইতালীয় নাগরিকের মৃত্যুপরবর্তীতে ঘটনায় জড়িতদের গ্রেফতারে বাংলাদেশ সরকারের ত্বরিত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং দ্রুততার সঙ্গে মরদেহসমূহ নিজ নিজ দেশে প্রেরণের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
×