ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্যাসিফিক ডেনিমসের আইপিও আবেদন শুরু ১১ ডিসেম্বর

প্রকাশিত: ০৪:১৪, ১১ নভেম্বর ২০১৬

প্যাসিফিক ডেনিমসের আইপিও আবেদন শুরু ১১ ডিসেম্বর

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজার থেকে টাকা তুলতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া প্যাসিফিক ডেনিমস লিমিটেডের আবেদন শুরু হবে আগামী ১১ ডিসেস্বর। আবেদন গ্রহণ চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ইস্যু ম্যানেজার সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৫৮২তম সভায় এটির অনুমোদন দেয়া হয়েছে। জানা গেছে, স্থানীয় এবং অনিবাসি-উভয় ধরনের বিনিয়োগকারীকে এ সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আইপিওতে শেয়ার ছাড়ার মাধ্যমে প্যাসিফিক ডেনিমস লিমিটেড পুঁজিবাজারে ৭৫ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে অভিহিত মূল্যে ১০ টাকা দরে ৭ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। এই কোম্পানির ৫০০ শেয়ারে মার্কেট লট। শতভাগ রফতানিকারক প্যাসিফিক সর্বশেষ ২০১৫ সালে ১৬৮ কোটি ২৫ লাখ টাকার বিক্রয় করে। এক্ষেত্রে কোম্পানিটি করপরবর্তী প্রায় ১০ কোটি টাকা নিট মুনাফা বা শেয়ার প্রতি ২.৬৩ টাকা আয় করে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো হয় ২ টাকা। ৩৮ কোটি টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটিতে ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.৪৩ টাকায়।
×