ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেষ ওভারে ৩ উইকেট

মাহমুদুল্লাহই জেতালেন খুলনাকে

প্রকাশিত: ০৫:৪৯, ১০ নভেম্বর ২০১৬

মাহমুদুল্লাহই জেতালেন খুলনাকে

স্পোর্টস রিপোর্টার ॥ মাহমুদুল্লাহ রিয়াদ শেষ ছয় বল করে ৩ রানে শিকার করলেন ৩ উইকেট। তাতেই শেষ রাজশাহী কিংসের জয়ের স্বপ্ন। ৩ রানে জিতে গেল খুলনা টাইটান্স। টুর্নামেন্টে শুভ সূচনা করল নতুন দল খুলনা টাইটান্সও। খুলনাকে জেতালেন মাহমুদুল্লাহ। প্রয়োজনের সময় ব্যাট হাতে ৩২ রান করলেন। বল হাতেও ঝলক দেখালেন। ২ ওভার বল করে ৬ রান দিয়ে ৩ উইকেট নিলেন। তাতে করে ম্যাচ সেরাও হলেন। মাহমুদুল্লাহর ৩২ ও ইংল্যান্ডের রিকি ওয়েসেলসের ৩২ রানে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৩৩ রান করে খুলনা। পেসার আবুল হাসান রাজু ৫ উইকেট নেন। বিপিএলে দেশী বোলারদের মধ্যে সেরা বোলিং এখন রাজুরই। খুলনার ইনিংস শেষে মনে করা হচ্ছিল, সহজেই জিতবে রাজশাহী। দলে যে টি২০ ব্যাটসম্যানে ভরপুর। সাব্বির রহমান, পাকিস্তানের উমর আকমল, ইংল্যান্ডের সামিত প্যাটেলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন সামিও রয়েছেন। অথচ সবাইকে টেক্কা দিয়ে গায়ে টেস্ট ক্রিকেটারের তকমা লেগে যাওয়া মমিনুল হকই (৬৪) কিনা সবচেয়ে বড় ইনিংসটা খেললেন। সামিও (৩১) নিজের মতো করে খেলে গেলেন। কিন্তু এ দুইজনের এমন ব্যাটিংও জেতাতে পারল না রাজশাহীকে। পাকিস্তানী পেসার জুনায়েদ খানের (৪/২৩) পর যে শেষ ওভারে মাহমুদুল্লাহর স্পিন ঘূর্ণি মিলল। তাতে করে ২০ ওভারে ১৩০ রান করতে গিয়েই অলআউট রাজশাহী। ম্যাচে দারুণ উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনার শেষটা মাহমুদুল্লাহই করেন। বিপিএলের দ্বিতীয়দিনের প্রথম ম্যাচেই উত্তাপ ছড়াল। সেই উত্তাপে দুই নতুন দল খুলনা ও রাজশাহী জড়িয়ে থাকল। কিন্তু জয় হলো খুলনারই। মাহমুদুল্লাহ যেন নিজেকে অন্যভাবেই চেনালেন। জাতীয় দলে ব্যাট হাতেই নিজেকে মেলে ধরেন। বল হাতে সেভাবে তাকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু বিপিএলে দুইবার ফাইনালে নেতৃত্ব দেন মাহমুদুল্লাহ। তিনি জানেন, কখন কি করতে হবে। দুর্বল দলকেও নেতৃত্বগুণে ফাইনালে তোলার যোগ্যতা এর আগে দেখান মাহমুদুল্লাহ। তাই অন্য কাউকে বোলিংয়ে না পাঠিয়ে নিজেই ঝুঁকি নিলেন। ৬ বলে জিততে রাজশাহীর দরকার ৭ রান। হাতে থাকে ৩ উইকেট। এমন মুহূর্তে নিজেই বল হাতে নিলেন। প্রথম বলে ১ রান হলো। দ্বিতীয় বলে ১ রান বাই হলো। তৃতীয় বলে গিয়ে দিলেন ওয়াইড। ৩ রান হয়ে গেল। আর লাগে ৪ রান। বল থাকে ৪টি। উইকেট সেই ৩ উইকেটই থাকে। কি দুর্দান্ত বোলিংই না করলেন মাহমুদুল্লাহ। আর কোন রানই আসল না। শেষ চার বলে ৩ উইকেট তুলে নিলেন। শেষ ওভারে বল করতে এসেই নায়ক। এমন মুহূর্তে নিজেই কেন বল হাতে নিলেন? খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ জানান, শেষ ওভারে যেহেত অন্য কোন বিকল্প ছিল না, তাই আমার বোলিংয়ে আসতে হয়েছে। আমি নিজের ওপর খুব একটা চাপ নিচ্ছিলাম না। তবে শেষ বলটা করার সময় চাপে ছিলাম। আমি শুধু ভাবছিলাম যে যদি ভাল জায়গায় বল ফেলতে পারি আর ভাগ্যের সহায়তা পাই, তাহলে হয়তো ম্যাচ জিততেও পারি। ছয় বলে সাত রান রাজশাহীর জন্য খুবই সহজ লক্ষ্য ছিল। এ রকম একটা ম্যাচ জিততে পেরে বেশ ভাল লাগছে। আজ একটি ম্যাচই অনুষ্ঠিত হবে। দিনটিতে আগের সূচীতে বিরতি ছিল। কিন্তু প্রথম তিনদিন বৃষ্টিতে খেলা হয়নি। যে খেলাগুলো হয়নি সেগুলো থেকে নতুন সূচীতে বিরতির দিন খেলা রাখা হয়েছে। আজ তাই রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের মধ্যকার ম্যাচটি সন্ধ্যা সাতটায় শুরু হবে।
×