ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফার্মা এইডসের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:১৮, ১০ নভেম্বর ২০১৬

ফার্মা এইডসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, কোম্পানিটি ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৭ টাকা ৫২ পয়সা। এ সময়ে শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৪২ টাকা ৪৫ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার ইস্টার্ন হাউজিংয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে (জুলাই-সেপ্টেম্বর ১৬) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৯ পয়সা। কোম্পানির সূত্রে এই তথ্য জানা গেছে। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৪৯ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ছিল ৬৮ টাকা ৪৬ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৬৭ টাকা ৬৭ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×