ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মোবাইল কোর্টে সাজা

যশোরের এসপি ও ইউএনওকে অবস্থান ব্যাখ্যার নির্দেশ

প্রকাশিত: ০৯:১৯, ৯ নভেম্বর ২০১৬

যশোরের এসপি ও ইউএনওকে অবস্থান ব্যাখ্যার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চৌগাছায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে দুই বছরের সাজা দেয়ার ঘটনায় জেলা পুলিশ সুপার ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিজেদের অবস্থান ব্যাখ্যা করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ২৭ নবেম্বরের মধ্যে তাদের এই ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যদিকে টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার দুই আসামি আনিসুল ইসলাম রাজা ও সমীরের জামিন নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। কেন তাকে জামিন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। যশোরের চৌগাছায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে দুই বছরের সাজা দেয়ার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন আমলে নিয়ে মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ প্রণোদিত হয়ে এই আদেশ দেয়। আইন অনুসরণ করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছিল কি-না, তা জানাতে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশ মহাপরিদর্শক, যশোরের পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যশোরের চৌগাছায় মাদক সেবনের দায়ে মাহবুবুর রহমান ওরফে টিটো (২৩) নামে এক যুবকে দুই বছরের কারাদ- দেয় ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেলে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সাজা দেন। মাহবুবকে পরে যশোর কারাগারে পাঠানো হয়। তার বাড়ি চৌগাছা উপজেলা জিয়লবাড়ি গ্রামের বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। রুল জারি ॥ টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার দুই আসামি আনিসুল ইসলাম রাজা ও সমীরের জামিন নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। কেন তাকে জামিন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফরিদ আহম্মদ ও বিচারপতি একে এম শাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
×