ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিমানে বিষাক্ত সাপ

প্রকাশিত: ০৫:৪৫, ৯ নভেম্বর ২০১৬

বিমানে বিষাক্ত সাপ

বিমানে চড়া সহজ কথা নয়! অনেক নিরাপত্তা চৌকি পার হয়ে তবেই বিমানে চড়েন যাত্রীরা। নিরাপদ ও ঝুঁকিহীন যাত্রার জন্য এটা অভ্যাস হয়ে গেছে তাদের। কিন্তু বিমান উড়াল দেয়ার পর যদি কেউ সাপ দেখেন! তাহলে তো ভয়ে চিৎকার করবেনই। রবিবার এমন কা-ই ঘটেছে মেক্সিকোর এক বিমানে। উত্তর মেক্সিকোর তোরেন থেকে মেক্সিকো শহরের উদ্দেশে উড়াল দেয় একটি বিমান। যাত্রীরা তখন নিজেদের সিটে যে যার মতো বসা। তখন সিটে বসে মনোযোগ দিয়ে ম্যাগাজিন পড়ছিলেন ইন্দালেসিও মেদিনাও নামে এক যাত্রী। কিন্তু পাশে বসা যাত্রীর চিৎকারে ধ্যানভঙ্গ হয় তার। এরপর কিছুটা অবাক হয়ে তিনি তাকান কেবিনের সিলিংয়ের দিকে। যেখানে লাগেজ কমপার্টমেন্ট থেকে মুখ বার করছে একটি সাপ। এই দৃশ্য দেখে ভয়ে স্তব্ধ হয়ে যান ইন্দালেসিও। সবুজ রঙের সাপটা যখন ঝুলে পড়ছিল নিচের দিকে। তখনই সিট বেল্ট খুলে লাফিয়ে উঠেন ইন্দালেসিও। ভয়ে দৌড়ে যান কেবিনের সামনের দিকে। ততক্ষণে যাত্রীদের চিৎকারে এগিয়ে এসেছেন বিমানবালারাও। আর মেঝেতে পড়ার আগেই দ্রুত সাপটিকে কম্বল দিয়ে চাপা দেন তারা। ইন্দালেসিও বলেন ভয়ানক এক অবস্থা ছিল তখন। তবে এত আতঙ্কেও দিশেহারা হইনি আমরা। এমন ঘটনায় বিব্রত বিমান কর্তৃপক্ষ। বিষাক্ত সাপটি কিভাবে বিমানে এল তা তদন্ত করে দেখা হবে বলে বিবৃতিতে জানিয়েছে তারা। -ডেইলি মিরর
×