ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনায় ছায়েদুল হকের বিরুদ্ধে মামলা, ৪ ঘণ্টা পর প্রত্যাহার

প্রকাশিত: ০৫:৪৪, ৯ নভেম্বর ২০১৬

খুলনায় ছায়েদুল হকের বিরুদ্ধে মামলা, ৪ ঘণ্টা পর প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সংখ্যালঘুদের নিয়ে কটূক্তির অভিযোগে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের বিরুদ্ধে মঙ্গলবার বেলা ১১টায় খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত ‘ক’ অঞ্চলে এ্যাডভোকেট বিধান ঘোষ মানহানির অভিযোগ দায়ের করেন। এর পর বিকেল ৩টার দিকে আওয়ামীপন্থী আইনজীবীদের রোষানলে পড়ে মামলা প্রত্যাহার করে নেয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। বাদীর আইনজীবী এ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষার জানান, মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সিমেট্রি রোডের বাসিন্দা এ্যাডভোকেট বিধান ঘোষ বাদী হয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে আসামি করে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুমী আহমেদের আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগের শুনানি ছিল বিকেল ৩টায়। তিনি অভিযোগ করেন শুনানির জন্য বিকেলে আদালত প্রাঙ্গণে যাওয়ার পর আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরবর্তীতে মামলার বাদীকে দিয়ে জোরপূর্বক মামলাটি প্রত্যাহার করা হয়। খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান পপলু জানান, কোর্ট এলাকায় কোন আইনজীবীকে লাঞ্ছিত করার ঘটনা সত্য নয়। খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসি ‘ক’ অঞ্চলের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আদালত চলাকালে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল হয়েছিল। তবে বিকেল ৩টার সময় শুনানি থাকলেও বাদী পক্ষ মামলাটি প্রত্যাহার করে নেন। আদালত প্রাঙ্গণে কেউ লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে কিনা তা তার জানা নেই।
×