ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেয়া দুই ছাত্রের সন্ধানে আকুতি

প্রকাশিত: ০৬:৪৭, ৭ নভেম্বর ২০১৬

আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেয়া দুই ছাত্রের সন্ধানে আকুতি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ঘোড়াঘাট উপজেলা পল্লী থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে সাদা পোশাকধারী লোকজন দুই মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার পর মাসব্যাপী অতিবাহিত হলেও তারা ফেরত না আসায় পরিবারের পক্ষ থেকে অবস্থান জানতে চেয়ে অসহায় দুই পিতা সংবাদ সম্মেলন করেছেন। রবিবার দুপুর ১টায় দিনাজপুর প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামের সারওয়ার হোসেন ও একই ইউনিয়নের বিন্যাগাড়ী গ্রামের জিল্লুর রহমান। অভিযোগকারী সারওয়ার হোসেন সংবাদ সম্মেলনে বলেন, তার ১৫ বছর বয়সের মাদ্রাসা পড়ুয়া ছাত্র আখতারুজ্জামানকে ২৮ সেপ্টেম্বর রাত ১টায় আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে সাদা পোশাকধারী একটি দল বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ ঘটনার পর সারওয়ার ঘোড়াঘাট থানায় ১৬ অক্টোবর একটি সাধারণ ডায়েরি করেছেন। তার ছেলে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ৪০ দিন অতিবাহিত হলেও ছেলের অবস্থান এখন পর্যন্ত জানতে পারেনি। তিনি তার ছেলের অবস্থান জানতে এবং কি অবস্থায় আছে সে বিষয় খোঁজ-খবর নিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের নিকট আবেদন জানান। একই সংবাদ সম্মেলনে ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের জিল্লুর রহমান জানান, তার মাদ্রাসা পড়ুয়া ১৫ বছর বয়সের ছাত্র হাফিজুর রহমানকে গত ৪ অক্টোবর সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনী সদস্য পরিচয়ে রানীগঞ্জ বাজার থেকে তুলে নিয়ে যায়। এ ঘটনার পর জিল্লুর ঘোড়াঘাট থানায় গত ১৬ অক্টোবর একটি সাধারণ ডায়েরি করেছেন। গত ৩৪ দিনেও তার ছেলে হাফিজুরের কোন খোঁজ-খবর বা অবস্থান জানতে না পেয়ে তিনি তার অবস্থান জানতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের নিকট আবেদন জানিয়েছেন।
×