ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘাটাইলে ৫০ বস্তা চালসহ আটক এক

প্রকাশিত: ০৬:৪৪, ৭ নভেম্বর ২০১৬

ঘাটাইলে ৫০ বস্তা  চালসহ আটক এক

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৬ নবেম্বর ॥ ঘাটাইলে ১০ টাকা কেজি দরের সরকারী চাল পাচারের সময় ৫০ বস্তা চালসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার হামিদপুর বাজার থেকে এই চাল উদ্ধার করা হয়। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ওই চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্য একটি চক্র উপজেলার দেওপাড়া ইউনিয়নের দেলুটিয়া বাজার থেকে মিনি ট্রাক ভর্তি করে শনিবার রাত ১০টার দিকে হামিদপুর বাজারে নিয়ে আসে। এ সময় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনি ট্রাক ভর্তি ৫০ বস্তা চালসহ খোরশেদ আলম (৫০) নামক একজনকে আটক করে। খোরশেদ আলম ঘাটাইল উপজেলার দেওলাপাড়া গ্রামের আমজাদ আকন্দের ছেলে। আটককৃত খোরশেদ আলম জানান, চালগুলো সে দেলুটিয়া বাজারের ডিলার আব্দুল আজিজের কাছ থেকে ক্রয় করেন। পরে সরকারী বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভর্তি করে কালোবাজারে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন।
×