ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঝড়ের পূর্বাভাসেই নড়বড়ে বরিশালের বিদ্যুত ব্যবস্থা

প্রকাশিত: ০৬:৪১, ৭ নভেম্বর ২০১৬

ঝড়ের পূর্বাভাসেই  নড়বড়ে বরিশালের বিদ্যুত ব্যবস্থা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঝড় কিংবা নিম্নচাপ, এখনও কোনটাই বয়ে যায়নি বরিশালের ওপর দিয়ে। শুধু আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে জানানো হয়েছে, রবিবার সকালে বরিশালের উপকূলে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে অতিক্রম করতে পারে। আর তাতেই কাত হয়ে পড়েছে নগরীসহ বিভিন্ন উপজেলার বিদ্যুত ব্যবস্থা। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। নগরীর হাসপাতাল রোডের বাসিন্দা আব্দুর রাজ্জাক জানান, শনিবার সকাল থেকে বিদ্যুত আসা-যাওয়া করেছে। দুপুর পৌনে একটার পর বিদ্যুত চলে যায়। একটানা ৪-৫ ঘণ্টায়ও বিদ্যুতের দেখা মেলেনি। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। ওইদিন রাত সাড়ে নয়টার দিকে নগরীর অধিকাংশ এলাকায় বিদ্যুত স্বাভাবিক হয়। রূপাতলী বিদ্যুত নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুত লাইনে বিপর্যয় ঘটে। ফলে বন্ধ রাখা হয় বিভিন্ন ফিডারের বিদ্যুত সংযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর রাতে নগরীর বিভিন্ন ফিডারের বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত শুক্রবার রাত থেকে বিদ্যুতহীন অবস্থায় রয়েছে জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দারা। শনিবার সকাল থেকে একটানা রাত আটটা পর্যন্ত পল্লী বিদ্যুতের গৌরনদী জোনাল অফিসের আওতাধীন গৌরনদী, আগৈলঝাড়া, বাবুগঞ্জ, মুলাদী ও উজিরপুর উপজেলায় বিদ্যুত সরবরাহ বন্ধ ছিল। প্রায় একই অবস্থা ছিল হিজলা, মেহেন্দিগঞ্জ, বাকেরগঞ্জ ও বানারীপাড়া উপজেলায়।
×