ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে রিউমাটো আর্থাইটিস বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার

প্রকাশিত: ০৬:১২, ৭ নভেম্বর ২০১৬

বিএসএমএমইউতে রিউমাটো আর্থাইটিস বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রবিবার শহীদ ডাঃ মিলন হলে সকাল ১০টায় রিউমাটো আর্থাইটিস বিষয়ক এক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ এএসএম জাকারিয়া (স্বপন), কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল। সভাপতিত্ব করেন রিউমাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ এম এ জলিল চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউ’র রিউমাটোলজি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মিনহাজ রহিম চৌধুরী, এশিয়া প্যাসিফিক লীগ অব এ্যাসোসিয়েশন ফর রিউমাটোলজির (এপিএলএআর) নির্বাচিত সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ আতিকুল হক, এপিএলএআর-এর সাবেক সভাপতি ভারতের রিউমাটোলজিস্ট ডাঃ রুহিনি হানডা। উপস্থাপনা করেন বিএসএমএমইউ’র রিমাটোলজি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ শামীম আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেন, চিকিৎসা বিজ্ঞান দ্রুত এগিয়ে যাচ্ছে। চিকিৎসা সংক্রান্ত নতুন জ্ঞান, নতুন অভিজ্ঞতা, নতুন আবিষ্কার সম্পর্কে চিকিৎসকদের ধারণা থাকা উচিত। আপডেটস ইন রিউমাটোলজি বিষয়ক সাইনটিফিক সেমিনারটি রিউমাটোলজি সংক্রান্ত রোগসমূহের চিকিৎসাসহ দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সেমিনারে আরও জানানো হয়, রিউমাটো আর্থাইটিস (জয়েন্ট বা গিড়ায় প্রদাহজনিত বাতরোগ) অনিরাময়যোগ্য হলেও চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য। সুখবর হলো রোগটির চিকিৎসায় নতুন নতুন ওষুধ আবিষ্কার হয়েছে এবং হচ্ছে, বিশেষ করে ইনজেকটিভ (ইনজেকশন) ওষুধ; যার মাধ্যমে আধুনিক চিকিৎসা করে রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব। -বিজ্ঞপ্তি
×