ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জালে ধরা পড়েছে ঘড়িয়াল

প্রকাশিত: ০৪:২৮, ৬ নভেম্বর ২০১৬

জালে ধরা পড়েছে ঘড়িয়াল

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৫ নবেম্বর ॥ চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ পাশ দিয়ে বহমান পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পরেছে বিলুপ্ত প্রজাতির ঘড়িয়াল। শুক্রবার রাতে উপজেলার মধ্য সালেপুরের বাসিন্দা শেখ মোতালেবের ছেলে জাহাঙ্গীর পদ্মা নদীতে ইলিশ মাছ ধরতে গেলে তার জালে ধরা পরে প্রায় ৬ ফুট লম্বা এই প্রাণীটি। স্থানীয় রেজাউল ও ফারুকের সহযোগিতায় প্রাণীটি তুলে রাতে নৌকাতেই রাখে সে। সকালে হাজিগঞ্জ বাজারে আনলে উৎসুক জনতা এটি দেখতে ভীর জমায়। পরে ঘড়িয়ালটি ফরিদপুরের এন.ডি.সি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘড়াইয়ের নিকট হস্তান্তর করা হয়। এন.ডি.সি মনদীপ ঘড়াই জানান, জেলা প্রশাসকের নির্দেশক্রমে প্রাণীটি বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। পরে বন বিভাগ প্রাণীটিকে নদীতে ছেড়ে দিয়েছে। ঠাকুরগাঁওয়ের আটক ইউপি চেয়ারম্যান কারাগারে প্রতিমা ভাংচুর নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৫ নবেম্বর ॥ সদর উপজেলার নারগুন পোকাতি গ্রামে মন্দিরে আগুন ও প্রতিমা ভাংচুরের ঘটনায় আটক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা পয়গাম আলীকে জেলা কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা বিশেষ আদালতের শুনানি শেষে পয়গাম আলীকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সকালে নারগুন পোকাতি কালী মন্দিরের সেবায়েত খোকারাম সরকার বাদী হয়ে ধর্মের অবমাননার অভিযোগ এনে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। এছাড়া মন্দিরে আগুন ও প্রতিমা ভাংচুরের ঘটনাসহ আটক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা পয়গাম আলীর মুক্তির বিষয় নিয়ে শনিবার সদর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্যপরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সুপারিশমালা প্রণয়ন করেন। গাছের চারা বিতরণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলায় শিক্ষার্থীদের মাঝে গছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার বালুাকান্দি ইউনিয়নের তেতৈতলা সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) যুগ্মসাধারণ সম্পাদক প্রকৌশলী মামুনুর রশিদ। শনিবার বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বনসাই শিল্পী কেএম সবুজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আলো, শামসুল হক প্রধান।
×