ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছয় লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:২৬, ৬ নভেম্বর ২০১৬

ছয় লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ মির্জাপুরে অজ্ঞাত, দৌলতপুরে দুই তরুণ, পাকুন্দিয়ায় শ্রমিক, গলাচিপা ও বাগাতিপাড়ায় দুই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : মির্জাপুর ॥ মির্জাপুর থানা পুলিশ অজ্ঞাত (২৫) লাশ উদ্ধার করেছে। শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে লতিফপুর ইউনিয়নের সলিমনগর গ্রামের কোনাই বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। দৌলতপুর ॥ তরুণ দুই বন্ধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দাড়েরপাড়া মাঠ থেকে রাকিবুল ইসলাম (১৯) ও মশিউর রহমান (১৮) দুই বন্ধুর লাশ উদ্ধার করা হয়। দৌলতপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার জানান, দাড়েরপাড়া মাঠের মধ্যে কদম গাছের নিচে দুই তরুণের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহতদের গলায় রশি বাঁধা ছিল। নিহতরা দাড়েরপাড়া গ্রামের হুজুর মোল্লা ও সাজাহান আলীর ছেলে। শুক্রবার সন্ধ্যায় ঘনিষ্ঠ দুই বন্ধু রাকিবুল ও মশিউর নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফিরেনি। কিশোরগঞ্জ ॥ পাকুন্দিয়ায় নিখোঁজের তিন দির পর জজ মিয়া (২৮) নামে চালকল শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মাইজহাটি গ্রামের আফির উদ্দিনের ছেলে। শনিবার সকালে থানা পুলিশ মাইজহাটি এলাকার সড়কের পাশে জমি থেকে মরদেহটি উদ্ধার করেছে। পুলিশ জানায়, নিহত জজ মিয়া গত বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন। গলাচিপা ॥ দু’দিন নিখোঁজ থাকার পর পুলিশ শনিবার দুপুরে বকুলবাড়িয়া ইউনিয়নের গিলাবাড়িয়া গ্রামের পরিত্যক্ত বাড়ির ছাড়াভিটা থেকে সুকুমার দাসের (৬৫) লাশ উদ্ধার করেছে। তিনি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ জানায়, সুকুমার দাস দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভূগছেন। তার ৬ ছেলেমেয়ে। পরিবারের সদস্যদের কাউকে কিছু না বলে সুকুমার দাস নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও বৃদ্ধের কোন খবর পায়নি। নাটোর ॥ বাগাতিপাড়ায় বিমল সরকারের (৭০) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে নিহতের বাড়ির পাশের পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। জানা যায়, শুক্রবার রাত ১১টার পর থেকে বৃদ্ধ বিমল সরকার নিখোঁজ হন।
×