ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ॥ ব্রাদার্স ৩-১ ফেনী সকার, জয় বিজেএমসির

ব্রাদার্স ইউনিয়নের আয়েশি জয়

প্রকাশিত: ০৬:২৩, ৪ নভেম্বর ২০১৬

ব্রাদার্স ইউনিয়নের আয়েশি জয়

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই ম্যাচে (রহমতগঞ্জ এবং চট্টগ্রাম আবাহনীর কাছে) হেরে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। তবে বৃহস্পতিবার দিনটা তাদের জন্য ছিল ‘বৃহস্পতি তুঙ্গে’র মতোই। কেননা ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে তারা ৩-১ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে। আবারও ফিরে এসেছে জয়ের ধারায়। ফলে হাসি ফুটেছে দলের ভারতীয় কোচ সৈয়দ নঈমউদ্দিনের মুখে। খেলায় ফেনী হারলেও তারা পাল্লা দিয়েই লড়াই করেছে। আক্রমণও করেছে একাধিক। কিন্তু ফিনিশিংয়ের অভাবে এবং ভাগ্যের সহায়তা না পাওয়াতে একটির বেশি গোলের দেখা যায়নি। পক্ষান্তরে ব্রাদার্স তাদের একাধিক গোলের সুযোগ কাজে লাগিয়ে সফলকাম হয়। সদ্য সমাপ্ত মধ্যবর্তী দলবদলে ব্রাদার্স এক বিদেশীসহ মোট ছয় ফুটবলারকে দলে ভিড়িয়েছে। এরা হলেন : ক্যামেরুনের ডিফেন্ডার ইয়োনটা মাইকেল, গোলরক্ষক সবুজ দাস রঘু, ডিফেন্ডার সুমন কুমার দাস, ডিফেন্ডার মোঃ সালাউদ্দিন, গোলরক্ষক শামীম ফকির এবং মিডফিল্ডার ইকবাল হোসেন বাপ্পি। এদের মধ্যে রঘু ও সালাউদ্দিনকে খেলানো হয় বৃহস্পতিবারের ম্যাচে। পক্ষান্তরে ফেনী কেবল এক ফুটবলারকে নিবন্ধন করায়। তিনি হলেন নাইজিরিয়ার ওলাবানজি আলানি ওয়েওয়েমি। এই ম্যাচে তাকেও খেলায়নি সকার ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধে বিজয়ী দল এগিয়ে ছিল ২-০ গোলে। ৯ মিনিটে এগিয়ে যেতে পারতো ফেনী সকারই। বক্সের বাইরে থেকে নাইজিরিয়ান মিডফিল্ডার উচে ফেলিক্সের বাঁকানো ফ্রি কিক গোলরক্ষক রঘু ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি। বল পোস্টের কোণায় লেগে ফেরত আসে। ৩৪ মিনিটে ফেনী সকারের বক্সের বাইরে থেকে ব্রাদার্স ডিফেন্ডার সালাউদ্দিনের লম্বা পাস পেয়ে বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে গোল করেন নাইজিরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে (১-০)। সকারের দাবি ছিল অফসাইডে ছিলেন এনকোচা। রেফারি ভুবন মোহন তরফদার সে দাবি নাকচ করে দেন। এগিয়ে যায় ব্রাদার্স। ৫০ মিনিটে ব্রাদার্স ফরোয়ার্ড মান্নাফ রাব্বির সেন্টারে লাফিয়ে উঠে হেড করেন হাইতিয়ান মিডফিল্ডার অগাস্টিন ওয়ালসন। গোলরক্ষক সুজন চৌধুরী লাফিয়ে বলের নাগাল পাননি। বল চলে যায় জালে (২-০)। চলতি লীগে এটা ওয়ালসনের ব্যক্তিগত সপ্তম গোল। ৭০ মিনিটে পেনাল্টি পায় ব্রাদার্স। এনকোচার পেনাল্টি শট আশ্রয় নেয় জালে (৩-০)। লীগে এটা এনকোচার একাদশ গোল, যা ঢাকা আবাহনীর আরেক নাইজিরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবার সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক। ৮২ মিনিটে ব্যবধান কমায় ফেনী সকার ক্লাব। সতীর্থ ফ্রাঙ্কোর কাছ থেকে বক্সে বল পেয়ে দক্ষতার সঙ্গে ডান পায়ের শটে বল জালে পাঠান ফরোয়ার্ড চৌমরিন রাখাইন (১-৩)। লীগে এটা তার ব্যক্তিগত পঞ্চম গোল। এরই মাঝে শুরু হয় বৃষ্টি। বাকি সময়টায় আর কোন গোল না হলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স। প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। নিজেদের দ্বাদশ ম্যাচে এটা ব্রাদার্সের তৃতীয় জয়। পয়েন্ট ১৪। একধাপ উন্নতি ঘটেছে তাদের। অবস্থান সপ্তম। পেছনে ফেললো মোহামেডানকে। সমান ম্যাচে এটা সকার ক্লাবের সপ্তম হার। পয়েন্ট ৯। অবস্থান আগের মতোই দশম। উল্লেখ্য দিনের অপর ম্যাচে বিজেএমসি ৩-২ গোলে পরাজিত করে মুক্তিযোদ্ধা সংসদকে। দলের পক্ষে গোল করেন এলেটা কিংসলে, স্যামসন ইলিয়াসু ও জাকির হোসেন। মুক্তিযোদ্ধার গোল দুটি করেন জাভেদ খান ও কোলো মুসা।
×