ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পেনিনসুলা চিটাগাং

প্রকাশিত: ০৪:১৬, ৩ নভেম্বর ২০১৬

দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পেনিনসুলা চিটাগাং

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পেনিনসুলা চিটাগাং। এদিন কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৯.১৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার পেনিনসুলা চিটাগাংয়ের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৮.৬ টাকা। বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ২০.৩ টাকায়। এ দিন কোম্পানিটির শেয়ার ১৯.১ টাকা থেকে ২০.৪ টাকায় লেনদেন হয়। এই দিনে দর বাড়া অন্য কোম্পানিগুলোর মধ্যে মন্নু সিরামিকসের ৮.৯৪ শতাংশ, হামিদ ফেব্রিকসের ৭.৬৯ শতাংশ, ফাঁস ফাইন্যান্সের ৬.৮৬ শতাংশ, এএফসি এগ্রো বায়োটেকের ৬.৮৬ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ৬.২৪ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ৫.৪৯ শতাংশ, ইয়াকিন পলিমারের ৫.৪৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৫.৩৫ শতাংশ ও ইস্টার্ন হাউজিংয়ের ৫.১৯ শতাংশ দাম বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার রহিম টেক্সটাইলের ইপিএস ১.৬৯ টাকা বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০১৬) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৯ পয়সা; যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ কম। গত বছর একই সময়ে ছিল ১ টাকা ৯২ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে এ তথ্য জানানো হয়। আলোচিত সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ৪৯ টাকা ৯৪ পয়সা। আর ৩০ জুন, ২০১৬ পর্যন্ত সময়ে কোম্পানিটির এনএভি ছিল ৪৮ টাকা ২৫ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×