ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:১৫, ৩ নভেম্বর ২০১৬

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। উভয় বাজারেই দিনটিতে ভাল মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর চাহিদা বেড়েছে। বিশেষ করে ব্যাংক, জ্বালানি ও শক্তি, প্রকৌশল খাতের কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আলাদা চাহিদা বেড়েছে। অন্যদিকে স্বল্প মূলধনী বা জাঙ্ক কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৪৫৭ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৮০ কোটি ৭ লাখ টাকা বেশি লেনদেন। মঙ্গলবার ডিএসইতে ৩৭৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি শেয়ারের দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৩৩ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৩৯ পয়েন্টে। খাতভিত্তিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, দিনটিতে প্রকৌশল খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল। পুরোদিনে খাতটির মোট ৭১ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ১৯ ভাগ। দ্বিতীয় অবস্থানে ছিল জ্বালানি এবং শক্তি খাত। সারাদিনে খাতটির মোট লেনদেন হয়েছে ৬০ কোটি টাকা, যা মোট লেনদেনের ১৫.৮৫ ভাগ। তৃতীয় অবস্থানে ছিল বস্ত্র খাতের কোম্পানিগুলো। দিনটিতে খাতটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫৩ লাখ টাকা, যা মোট লেনদেনের ১৪.০১ ভাগ। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ব্র্যাক ব্যাংক, ডরিন পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, কনফিডেন্ট সিমেন্ট, আর্গন ডেনিমস, মিথুন নিটিং, মবিল যমুনা বিডি, পেনিনসুলা চট্টগ্রাম, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম ও লাফার্জ সুরমা সিমেন্ট। দর হারানোর শীর্ষের কোম্পানিগুলো হলো : শ্যামপুর সুগার, সোনালি আঁশ, মডার্ন ডাইং, ইউনাইটেড ইন্স্যুরেন্স, তাল্লু স্পিনিং, মিথুন নিটিং, ইভিন্স টেক্সটাইল, ইমাম বাটন, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ও বিচ হ্যাচারি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৩৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : শাশা ডেনিমস, পেনিনসুলা চট্টগ্রাম, ইভিন্স টেক্সটাইল, বিএসআরএম লিমিটেড, কেডিএস এক্সেসরিজ, ফরচুন সুজ, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ডরিন পাওয়ার ও স্কয়ার ফার্মা।
×