ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ত্রধারী দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

প্রকাশিত: ০৮:৪৯, ২ নভেম্বর ২০১৬

অস্ত্রধারী দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

বিডিনিউজ ॥ ঢাকার গুলিস্তানে ফুটপাতের হকারদের উচ্ছেদের সময় অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় দুই ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কারের পর এবার তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শাহবাগ থানার ওসি জানিয়েছেন, ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমানের বিরুদ্ধে ‘হত্যাচেষ্টার’ অভিযোগ আনা হয়েছে এই মামলায়। উচ্ছেদের ঘটনা গুলিস্তান এলাকায় ঘটলেও পল্টন থানার সীমান্ত সংলগ্ন শাহবাগ থানা এলাকায় ফাঁকা গুলির ওই ঘটনা ঘটে। শাহবাগ থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান বাদী হয়ে সোমবার রাতে মামলাটি দায়ের করেন। ওসি বলেন, ‘আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ মাঠে কাজ করছে।’ ২৭ অক্টোবর গুলিস্তান পাতাল মার্কেট এলাকার ফুটপাথ থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি কর্পোরেশনের কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এ সময় ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানে প্রায় তিনঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আশপাশের সড়কে সৃষ্টি হয় যানজট। এ সময় গোলাপী ফুলহাতা শার্ট পরা সাব্বির রহমানকে রিভালবার উঁচিয়ে ফাঁকা গুলি করতে দেখা যায়। সোমবার ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাব্বির ও আশিককে বহিষ্কারের কথা জানানো হয়। ডিএসসিসির উচ্ছেদ অভিযান চলার সময় হকারদের দোকান ভাংচুর ও টাকা লুটের অভিযোগে মোঃ সিরাজ নামে এক হকার পল্টন থানায় আরেকটি মামলা করেন। সেখানে ১৫০ জনকে আসামি করা হলেও ছাত্রলীগের সাব্বির ও আশিকের নাম ছিল না।
×