ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবি সিনেট ভবনে তাজউদ্দিন আহমদ স্মারক বক্তৃতা

প্রকাশিত: ০৭:৫০, ২ নভেম্বর ২০১৬

ঢাবি সিনেট ভবনে তাজউদ্দিন আহমদ স্মারক বক্তৃতা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ তাজউদ্দিন আহমদের জীবনের সেরা সময় ছিল স্বাধীন সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করা। তার মধ্যে অল্প বয়সে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার একটা প্রবণতা দেখা গিয়েছিল। মঙ্গলবার বিকালে ঢাকা বিশ^বিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তাজউদ্দিন আহমদ স্মারক বক্তৃতা, শান্তি স্বর্ণপদক, বৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২০১৬ অনুষ্ঠানে ঢাকা বিশ^বিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ. তাজউদ্দিন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের দাতা ও প্রতিষ্ঠাতা শারমিন আহমদ ও তাজউদ্দিন আহমদ পরিবারের সদস্যবৃন্দ। আনিসুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে তাজউদ্দিন যেমন খুশি হয়েছিলেন তেমন আনন্দিত হয়েছিলেন বঙ্গবন্ধু সংসদীয় গণতন্ত্রের কাঠামো গ্রহণ করায়। বাংলাদেশ স্বাধীন হবার পর দেশের ভবিষ্যত সম্পর্কে তিনি অত্যন্ত আশাবাদী ছিলেন। যারা বঙ্গবন্ধু ও তাজউদ্দিনকে পরস্পর বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল শেষ পর্যন্ত তারাই সফল হয়। আরেফিন সিদ্দিক বলেন, তাজউদ্দিন আহমদ কঠিন সময়ে দেশের নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধুর সঙ্গে তার ছিল আত্মিক সম্পর্ক। এসব বাংলাদেশের ইতিহাসের অংশ।
×