ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এরশাদের দুর্নীতি মামলার আপীল শুনানি ১৫ নবেম্বর

প্রকাশিত: ০৭:৪৯, ২ নভেম্বর ২০১৬

এরশাদের দুর্নীতি মামলার আপীল শুনানি ১৫ নবেম্বর

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের দুর্নীতি মামলার আপীল শুনানি ১৫ নবেম্বর নির্ধারণ করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৩১ (ক) ধারার কোন প্রয়োগ আছে কি না জানতে চেয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় বিভিন্ন উপহার সামগ্রীর অর্থ আত্মসাত করেছেন। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা শুনানির উদ্যোগ নিয়েছেন দুদকের আইনজীবীরা। এ মামলার সাজার রায়ের বিরুদ্ধে করা এরশাদের আপীল শুনানির জন্য ১৫ নবেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মোঃ রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেন। আদালতে এরশাদের পক্ষে ছিলেন শেখ সিরাজুল ইসলাম। অপরদিকে দুদকের পক্ষে খুরশিদ আলম খান শুনানি করেন। ব্যাখ্যা চেয়েছেন ॥ নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৩১ (ক) ধারার কোন প্রয়োগ আছে কি না জানতে চেয়েছেন হাইকোর্ট। সুপ্রীমকোর্ট ও আইন মন্ত্রণালয় এ বিষয়ে কোন পদক্ষেপ অতীতে গ্রহণ করেছে কিনা সে বিষয়েও জানতে চাওয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে আইন সচিব ও সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে ব্যাখ্যাসহ প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এক জামিন আবেদনের শুনানি গ্রহণের সময় মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কুমার দেবুল দে এবং ব্যারিস্টার মোঃ ওসমান আজিজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।
×