ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পেটে জোড়া লাগা শিশু দুটি মারা গেছে

প্রকাশিত: ০৬:০০, ২ নভেম্বর ২০১৬

পেটে জোড়া লাগা শিশু দুটি মারা গেছে

স্টাফ রিপোর্টার ॥ চুয়াডাঙ্গার জীবননগরে পেটে জোড়া নিয়ে জন্মগ্রহণ করা দুই শিশু হাসি-খুশি অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। ১১ দিন চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটে তাদের মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের শিশু ও পেডিয়াট্রিক সার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডাঃ সৌমিষ্ঠা দাস ঘটনার সত্যতা স্বীকার করে জনকণ্ঠকে জানান, বিকেল সোয়া ৫টার দিকে জোড়া লাগা শিশু হাসি-খুশি মারা গেছে। তারা ২০৫ নম্বর ওয়ার্ডের স্টাবু বেড ১ এ চিকিৎসাধীন ছিল। গত ১৯ অক্টোবর চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েসচন্দ্রপুর গ্রামের মুকুল হোসেন ও সিমা আক্তার দম্পতি একটি ক্লিনিকে পেটে জোড়া নিয়ে জন্মগ্রহণ করে। জন্মের পরপরই এই পেটে জোড়া লাগা দুই বোনের নাম রাখা হয়েছিল হাসি ও খুশি। পরদিনই বিকেল ৪টায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে তাদের ভর্তি করা হয়। সেখানে অবস্থা অবনতি হলে তাদের শিশু ও পেডিয়াট্রিক সার্জারি ২০৫ নম্বর ওয়ার্ডের নবজাতক ইউনিটে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় তাদের মৃত্যু হয়।
×