ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শারজাহ টেস্টে মহাবিপদে পাকিস্তান!

প্রকাশিত: ০৫:৪৩, ২ নভেম্বর ২০১৬

শারজাহ টেস্টে মহাবিপদে পাকিস্তান!

স্পোর্টস রিপোর্টার ॥ শারজাহ টেস্টে বড় বিপদেই পড়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে মিসবাহ-উল হকের দল অলআউট ২৮১ রানে। জবাবে ক্রেইগ ব্রেথওয়েটের দারুণ সেঞ্চুরির (১৪২*) ওপর ভর করে ৩৩৭ রান করে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৮৭ রানের মধ্যেই পাকিদের ৪ উইকেট তুলে নিয়ে চালকের আসনে জেসন হোল্ডারের দল। তৃতীয়দিন শেষে পাকিস্তানের লিড মাত্র ৩১। সাজঘরে ফিরে গেছেন টপঅর্ডারের চার তারকা ইউনুস খান (০) , মিসবাহ (৪), আসাদ শফিক (০) ও সামি আসলাম (১৭)! স্বীকৃত ব্যাটসম্যান বলতে ক্রিজে থাকা আজহার আলি (৪৫*) ও সরফরাজ আহমেদ (১৯*)। হোল্ডার একাই নিয়েছেন ৩ উইকেট। সুতরাং প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হলে ব্যাট হাতে আজ এই দু’জনকে অবিশ্বাস্য কিছু করতে হবে, টেলএন্ডারদের নিয়ে ক্যারিবীয়দের ইনিংসে যেমনটা করেছেন ব্রেথওয়েট। আদ্যন্ত ব্যাটিং করে ফ্রাঙ্ক ওরেল-ক্রিস গেইলদের পাশে নাম লিখিয়েছেন ক্ল্যাসিক্যাল এই ওপেনার! ৬ উইকেটে ২৪৪ রান নিয়ে মঙ্গলবার প্রথম ইনিংসের খেলা শুরু করে ক্যারিবীয়রা। কে-ই বা ভেবেছিল সেই তারা ৩৩৭ রান করে ৪৬ রানে এগিয়ে যাবে! পুরো কৃতিত্ব ব্রেথওয়েটের। টেস্ট ইতিহাসের ৫০তম এবং ওয়েস্ট ইন্ডিজের মাত্র ৫ম ওপেনার হিসেবে আদ্যন্ত ব্যাটিং (ক্যারিং দ্য ব্যাট থ্র এ কমপ্লিটেড ইনিংস) করেন তিনি। ১১ চারের সাহায্যে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেয়া ব্রেথওয়েট অপরাজিত থাকেন ১৪২ রানে। উইন্ডিজের হয়ে সর্বশেষ এমন কৃতিত্ব ছিল ক্রিস গেইলের, এ্যাডিলেডে ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত ১৬৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। অপর চারজন হলেন স্যার ফ্রাঙ্ক ওরেল (১৯১* প্রতিপক্ষ ইংল্যান্ড, ১৯৫৭ সাল), কনরাড হান্ট (৬০* প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ১৯৬৫) ও ডেসমন্ড হেইন্স ( ৮৮*, ৭৬* ও ১৪৩)। হেইন্স আবার তিনবার। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে ৫০ জন্য ব্যাটসম্যান আদ্যন্ত ব্যাটিং করেছেন। বাংলাদেশে হয়ে এই কীর্তি আছে কেবল একজনেরই। ২০০১ সালে জিম্বাবুইয়ের বিপক্ষে বুলাওয়াতে নিজের অভিষেক টেস্টেই প্রথম ইনিংসে ৬২ রানের পর দ্বিতীয় ইনিংসে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে ৮৫ রানে অপরাজিত ছিলেন জাভেদ ওমর বেলিম। ব্রেথওয়েটের সেঞ্চুরিতে তিন টেলএন্ডার হোল্ডার (১৬), শেন ডরিখ (৪৭) ও দেবেন্দ্র বিশুর (২৭) ভূমিক অনেক। পাকিস্তানের হয়ে ৫ উইকেট নিয়েছে পেসার ওয়াহাব রিয়াজ। তিন টেস্টের ইতোমধ্যে ২-০তে জিতে নিয়েছে পাকিস্তান। শারজায় টস করতে নেমে ‘পাকিস্তান অধিনায়ক’ হিসেবে সবেচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়েছেন মিসবাহ (৪৯তম)। ৪৮ টেস্টে নেতৃত্ব দিয়ে এতদিন তার ওপরে ছিলেন গ্রেট ইমরান খান। স্কোর ॥ পাকিস্তান প্রথম ইনিংস ২৮১/১০ (৯০.৫ ওভার; সামি আসলাম ৭৪, ইউনুস ৫১, মিসবাহ ৫৩, সরফরাজ ৫১, আমির ২০, ইয়াসির ১২, নওয়াজ ৬, ওয়াহাব ৪; বিশু ৪/৭৭, গ্যাব্রিয়েল ৩/৬৭, জোসেফ ২/৫৭) ও দ্বিতীয় ইনিংস ৮৭/৪ (৩৯ ওভার; আজহার ৪৫*, আসলাম ১৭, সরফরাজ ১৯*; হোল্ডার ৩/১০) ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ৩৩৭/১০ (১১৫.৪ ওভার; ক্রেইগ ব্রেথওয়েট ১৪২*, চেজ ৫০, ডরিখ ৪৭, ব্লাকউড ২৩, ড্যারেন ব্রাভো ১১, বিশু ২৭, হোল্ডার ১৬; আমির ৩/৭১, ওয়াহাব ৫/৮৮, ইয়াসির ১/৮০) ** তৃতীয়দিন শেষে
×