ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৪টি বোয়িং কিনছে কুরিয়ার ফার্ম ইউপিএস

প্রকাশিত: ০৪:২৩, ২ নভেম্বর ২০১৬

১৪টি বোয়িং কিনছে কুরিয়ার ফার্ম ইউপিএস

যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সেভেন ফোর সেভেন মডেলের ১৪টি বিমানের অর্ডার দিয়েছে কুরিয়ার ফার্ম ইউনাইটেড পার্সেল সার্ভিস (ইউপিএস)। ৫৩০ কোটি ডলার মূল্যে এ বিমানগুলো কিনে নেবে ইউপিএস। ইউরোপ থেকে এশিয়া এবং এশিয়া থেকে যুক্তরাষ্ট্রে পণ্য পরিবহনের ক্ষেত্রে বিমানগুলো ব্যবহার করবে ইউপিএস। এ মডেলের বিমানটি অর্ডার কম পাওয়ায় জাম্বো জেটটির নির্মাণ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয় বোয়িং। বিমানের অর্ডার পেয়ে সে সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে প্রতিষ্ঠানটি। প্রতিদ্বন্দ্বী এয়ারবাসও একইভাবে জাম্বো জেটের অর্ডার কমায় সংকটে পড়েছে। চার ইঞ্জিনবিশিষ্ট এয়ারবাসের এ থ্রি এইট জিরো জাম্বো জেটটির বিক্রিও কমে গেছে। -অর্থনৈতিক রিপোর্টার তেল উত্তোলন ৪ শতাংশ কমানোর সিদ্ধান্ত সৌদি আরবের জ্বালানি তেলের মূল্য নিয়ন্ত্রণে আনতে উত্তোলন ৪ শতাংশ পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব এবং অন্যান্য গাল্ফভুক্ত দেশগুলো। আগামী ৩০ নবেম্বরের ওপেক বৈঠকে এ বিষয়টি উত্থাপন করা হবে। এ বিষয়ে রাশিয়ার সহযোগিতা চায় রিয়াদ। এ বিষয়ে রুশ জ্বালানিমন্ত্রী আলেক্সডান্ডার নোভাক জানান, জ্বালানির উত্তোলন স্থিতিশীল করার সিদ্ধান্ত শীঘ্রই নেবে রাশিয়া। তবে ইরাক জানিয়েছে, ইসলামিক স্টেটকে প্রতিরোধ করতে আরও রাজস্ব আয় দরকার দেশটির। এ কারণে আপাতত জ্বালানির উত্তোলন কমানোর কোন সম্ভাবনা নেই ইরানের। তবে ওপেক সূত্র থেকে জানা গেছে, যুদ্ধবিধ্বস্ত এবং নিষেধাজ্ঞাকবলিত হওয়ায় লিবিয়া, ইরাক ও নাইজেরিয়া জ্বালানি তেলের উত্তোলন কমানোর পদক্ষেপের বাইরে থাকতে পারে। জ্বালানি উত্তোলক দেশগুলো উত্তোলন দৈনিক ১০ লাখ থেকে ১৫ লাখ ব্যারেল কমানোর পরিকল্পনা করছে। -অর্থনৈতিক রিপোর্টার
×