ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নৌকাডুবি ॥ রাঙ্গাবালীতে ১০ পরীক্ষার্থী উদ্ধার

প্রকাশিত: ০৬:৩২, ৩১ অক্টোবর ২০১৬

নৌকাডুবি ॥ রাঙ্গাবালীতে ১০ পরীক্ষার্থী উদ্ধার

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ স্থানীয় লোকজনদের দ্রুত এগিয়ে আসা এবং ত্বরিত পদক্ষেপের কারণে বেঁচে গেল ১০ পরীক্ষার্থীর জীবন। ঝড়ের কবলে পড়ে রবিবার সকাল এগারোটার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বৈঠাভাঙা নদীতে ১০ জন জেএসসি পরীক্ষার্থী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। ওই পরীক্ষার্থীরা চরমোন্তাজ এ ছত্তার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। তারা ভাড়াটে একটি ট্রলার নিয়ে রাঙ্গাবালীর উদ্দেশে রওয়ানা দেয়। আকস্মিক ঝড়ে ট্রলারটি ডুবে যায়। নদীর তীরে দাঁড়িয়ে স্থানীয় লোকজন এ দৃশ্য দেখে আঁতকে ওঠে। দ্রুত তারা অপর একটি ট্রলার নিয়ে ডুবে যাওয়া পরীক্ষার্থীদের নদী থেকে উদ্ধার করে। তবে ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ছাত্র হৃদয় জানায়, সোমবার থেকে রাঙ্গাবালী সদরে জেএসসি পরীক্ষা শুরু হবে। একদিন আগে তারা ট্রলার নিয়ে রাঙ্গাবালী যাচ্ছিল। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেছে। তবে তাদের প্রয়োজনীয় বই, এডমিট কার্ড, জামা-কাপড়সহ বিভিন্ন মালামাল ট্রলারের সঙ্গে তলিয়ে গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) আব্দুল্লাহ আল বাকী জানান, একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে ট্রলারে থাকা সকলকেই উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আরও খোঁজখবর নেয়া হচ্ছে।
×