ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে ছাদ ধসে ২ বাংলাদেশী শ্রমিক নিহত

প্রকাশিত: ০৫:৪৫, ৩১ অক্টোবর ২০১৬

সৌদি আরবে ছাদ ধসে ২ বাংলাদেশী শ্রমিক নিহত

বিডিনিউজ ॥ সৌদি আরবের রিয়াদে নির্মাণাধীন এক ভবনের ছাদ ধসে দুই বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ জানান, শনিবার রিয়াদের আল খার্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ কুষ্টিয়ার অরুণ এবং মাদারীপুরের জসিম উদ্দিন। মসীহ বলেন, “নির্মাণ কাজের সময় ছাদের অংশবিশেষ ধসে দুই বাংলাদেশী আহত হয়েছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তারা মারা যান।” সৌদি আরবে আইনী আনুষ্ঠানিকতা শেষে তাদের মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে বলে রাষ্ট্রদূত জানান। জসিমের বাড়িতে শোকের মাতম ॥ নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, মোবাইল ফোনে জসিমের মৃত্যুর সংবাদ পেয়ে তার পরিবারে কান্নার রোল পড়ে যায়। পারিবারিক সূত্রে জানা গেছে, ৫ বছর আগে অভাবের সংসারের পরিবর্তনের আশায় সৌদিতে যান শিবচরের কাদিরপুর ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের মৃত ছলিমউদ্দিন ঢালীর ছেলে জসিমউদ্দিন ঢালী। প্রবাসে তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন। জসিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী, সন্তান, স্বজনদের গগনবিদারী আর্তনাদে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। পরিবারের অন্যতম উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারে নেমে এসেছে বিষাদের কালোছায়া। তারা এখন জসিমের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। কাদিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য আব্বাস আলী মুন্সী বলেন, ‘নিহতের পরিবারকে সরকারীভাবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেয়া হবে।’
×