ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে ৮ ইউপি নির্বাচন আজ ॥ ভোট দেবেন ছিটবাসীও

প্রকাশিত: ০৫:৪৩, ৩১ অক্টোবর ২০১৬

লালমনিরহাটে ৮ ইউপি নির্বাচন আজ ॥ ভোট দেবেন ছিটবাসীও

জনকণ্ঠ ডেস্ক ॥ লালমনিরহাটের ৫৯ ছিটমহলসমৃদ্ধ আট ইউনিয়নে আজ সোমবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট হবে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার ছয় ইউপিতেও। এই প্রথমবারের মতো কোন নির্বাচনে ভোট দিতে পারবেন সাবেক ছিটমহলের বাসিন্দারা। উৎসবের আমেজ দেখা গেছে ওই সব ইউপিতে। ভোটারদের নজর কাড়তে বাড়ি বাড়ি গেছেন প্রার্থীরা। এছাড়া দেশের আরও কয়েকটি জেলার ইউপিতে স্থগিত হওয়া নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। রবিবার সংশ্লিষ্ট ইউপি ও কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজশাহীর বাগমারার ১৬ ইউপির ১৪৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এছাড়া স্থগিত হওয়া ঠাকুরগাঁওয়ের নারগুন ইউপির একটি কেন্দ্রে, মাদারীপুরের ঘটমাঝি ইউপির তিন কেন্দ্রে, যশোরের চৌগাছার পাশাপোল ইউপি ও ১০ ওয়ার্ডে, মুন্সীগঞ্জের চার ইউপির পাঁচ কেন্দ্রে, দিনাজপুরের দুই ইউপি ও একটি ওয়ার্ডে, সাতক্ষীরার আট ইউপি ও ১৬ কেন্দ্রে, চট্টগ্রামের পটিয়ার তিন ইউপির পাঁচ কেন্দ্রে, ময়মনসিংহের হবিরবাড়ি ইউপিতে, পার্বতীপুরের বেলাইচ-ী ইউপিতে, গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর ইউপি, গোবিন্দগঞ্জের শালমারার দুটি ও কামারদহের একটি কেন্দ্রে এবং বরিশালের দুটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ করা হবে আজ। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। লালমনিরহাটে ছিটমহল ছিল ৫৯টি। সদরের কুলাঘাট ইউনিয়নে সদ্যবিলুপ্ত ছিটমহল রয়েছে দুটি, হাতীবান্ধার গোতামারী ইউনিয়নে দুটি, পাটগ্রামের বুড়িমারী, পাটগ্রাম, শ্রীরামপুর, বাউড়া, জংড়া, জগৎবেড় ও কুচলিবাড়ী ইউনিয়ন সাতটিতে সদ্যবিলুপ্ত ৫৫ ছিটমহল রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা নির্বাচন কর্মকর্তা সূত্রে জানা যায়, আজ ৩১ অক্টোবর আট ইউপিতে নির্বাচন শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসন, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন সকল প্রস্তুতি শেষ করেছে। সার্বক্ষণিক নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে আইনশৃঙ্খরা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বুড়িমারী, পাটগ্রাম, শ্রীরামপুর, জংড়া, জগৎবেড়, কুচলিবাড়ী, কুলাঘাট ও গোতামারী ইউপিতে ভোট নেয়া হবে আজ। বাউরা ইউপি নির্বাচন স্থগিত ॥ পাটগ্রামের বাউরা ইউনিয়নে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। সীমানা নির্ধারণ নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। ওই মামলায় হাইকোর্ট নির্বাচনের ওপর স্থগিতাদেশ দিয়েছে। তাই বাউরা ইউনিয়নে নির্বাচন স্থগিত রয়েছে। কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও ফুলবাড়ীর ছয় ইউপিতে আজ সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউপিগুলো হলোÑ ফুলবাড়ী সদর, কাশিপুর, ভাঙ্গামোড়, ভুরুঙ্গামারী সদর, পাথরডুবি ও শিলখুড়ি। এই প্রথম ফুলবাড়ী ও ভুরুঙ্গামারীর সাবেক ছিটমহলগুলোর মানুষ ভোট দিতে পারবেন। ছয় ইউনিয়নের মধ্যে তিনটি জাতীয় পার্টির ঘাঁটি। সব ইউনিয়নে দলীয় ছাড়াও রয়েছে বিদ্রোহী। এ সুযোগ নিতে মরিয়া আওয়ামী লীগ। এদিকে ভোট সুষ্ঠু নিয়ে সংশয় রয়েছে বিএনপি প্রার্থীদের। ফুলবাড়ীতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, ইসলামী শাসনতন্ত্র ও জাসদসহ ১৬ প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানান, নির্বাচন সুষ্ঠু করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেহেতু এ নির্বাচনে অধুনালুপ্ত ছিটমহলের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, সেহেতু তাদের জীবনের প্রথম ভোট স্মরণীয় করে রাখতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটের ব্যবস্থা করা হয়েছে। রাজশাহী ॥ রাজশাহীর বাগমারার ১৬ ইউপির নির্বাচন আজ সোমবার। রবিবার ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়। চতুর্থ দফায় গত ৭ মে বাগমারার ১৬ ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে সহিংসতার আশঙ্কায় দু’দিন আগে ৫ মে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। রাজশাহী জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন বলেন, ১৪৫ ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২২টি অধিক ঝুঁকিপূর্ণ। অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে অতিরিক্ত একজন করে এসআই দেয়া হয়েছে বলে পুলিশ সুপার জানান। প্রতিটি ইউনিয়নে দুটি করে মোট ৩২ স্ট্রাইকিং টিম কাজ করবে।
×