ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বাবাকে গলা কেটে হত্যা করল মাদকাসক্ত ছেলে

প্রকাশিত: ০৮:৪১, ৩০ অক্টোবর ২০১৬

রাজধানীতে বাবাকে গলা কেটে হত্যা করল মাদকাসক্ত ছেলে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর জুরাইনে নিজ বাড়িতে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবা মোহর আলী (৬০)। তিনি জুরাইন মেডিক্যাল রোডের ৩৩৩/৩ নম্বর বাড়ির দোতলায় সপরিবারে থাকতেন। বাড়ির নিচতলায় তার মোজা তৈরির কারখানা রয়েছে। বাড়ি বিক্রমপুর-মুন্সীগঞ্জ জেলায়। স্থানীয়রা জানান, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে মোহর আলী বাসায় নিজের ঘরে শুয়ে ছিলেন। হঠাৎ তার মাদকাসক্ত ছেলে সুমন ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপরই পাশের ঘরে থাকা মোহর আলীর স্ত্রী আমেনা বেগমের কান্নাকাটির শব্দ শোনা যায়। সেখান থেকে মোহর আলীকে উদ্ধার করে ঢাক মেডিক্যালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোজা কারখানার কর্মচারী ইব্রাহীম হাসপাতালে সাংবাদিকদের জানান, দোতলায় চিৎকারে শুনে তারা দৌড়ে উঠে মালিককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তার মাদকাসক্ত ছেলে সুমনকে দোতলা থেকে দৌড়ে চলে যেতে দেখি। সুমন তার বাবাকে জবাই করে থাকতে পারে। আমেনা বেগমের দাবি, ছেলে মাদকাসক্ত হলেও সম্প্রতি তাকে ভারত থেকে চিকিৎসা করিয়ে আনা হয়েছে। চিকিৎসার আগে সুমন আমাকে ও তার বাবাকে মারধর ও গালমন্দ করত। ঘটনার সময় তিনি বাসায় থাকলেও পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন। কদমতলী থানার ডিউটি অফিসার এসআই রাফিউল করিম জানান, খবর পেয়ে উর্ধতন কর্মকর্তা ও তাদের একাধিক টিম ঘটনাস্থলে গেছে। ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, এটা জবাই করে হত্যা। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
×