ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভিক্ষে ছেড়ে আবু বকর এখন ক্ষুদে ব্যবসায়ী

প্রকাশিত: ০৪:১৫, ৩০ অক্টোবর ২০১৬

ভিক্ষে ছেড়ে আবু বকর এখন ক্ষুদে ব্যবসায়ী

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৯ অক্টোবর ॥ কুড়ি বছরের ভিক্ষাবৃত্তি ছেড়ে আবু বকর এখন ক্ষুদে ব্যবসায়ী। ঘুরে ঘুরে পান-সিগারেট বিক্রি করেন। বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া গ্রামের আবু বকর। বয়স ৪৫ বছর। দৃষ্টি প্রতিবন্ধী এ মানুষটির পুঁজি বলতে ছিল হাত বাড়িয়ে অন্যের কাছে ভিক্ষে চাওয়া। বললেন, ‘বুজ-ব্যবস্থার পর থাইক্যাই ভিক্ষা করি।’ আগে গ্রামে বাড়ি বাড়ি ভিক্ষে করতেন। এরপরে কলাপাড়া পৌরশহরে শুরু করেন। কলাপাড়া সদর রোডের মোবাইল ব্যবসায়ী লোকমান হোসাইন তাকে উদ্বুদ্ধ করেন ভিক্ষেবৃত্তি ছেড়ে ক্ষুদে ব্যবসায়। লোকমান হোসাইন তাকে প্রয়োজনীয় উপকরণসহ কিছু আর্থিক যোগান দিয়ে পান-সিগারেট বিক্রিতে নামিয়ে দেন। এখন প্রতিবন্ধী আবু বকর শহরে ঘুরে ঘুরে পান-সিগারেট বিক্রি করেন। আবু বকর জানান, ভিক্ষা করতে তার ভাল লাগে না। লোকে এখন ভাল জানে। তার দুই চোখের মধ্যে ডান চোখ সম্পূর্ণ নষ্ট। আর বাম চোখে ঝাপসা দেখেন। কিন্তু কাউকে চিনতে পারেন না। প্রতিদিন প্রায় দুই চলি করে পান বিক্রি হয় তার। প্রায় দেড় শ’ টাকা আয় হয়। বর্তমানে স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে নিয়ে তার সংসার কোনভাবে চলছে। তবে তার আরও কিছু পুঁজির প্রয়োজন। এলাকার ইউপি মেম্বার সাইমুন রহমান ইসমাইল বলেন, সরকারী হিসেবে যে সহযোগিতা আসে তা তো পেয়েই থাকে। পাশাপাশি তাকে ব্যক্তিগত ভাবে সহযোগিতা করে থাকি। কুমিল্লায় গ্যাস চুরির দায়ে দুই সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৯ অক্টোবর ॥ কুমিল্লায় গ্যাস চুরির অভিযোগে আরও ২টি সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের তামজিদ এবং চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন ও মিটার কর্তন করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি.কর্তৃপক্ষ। বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন যাবত তামজিদ এবং মিয়াবাজার সিএনজি স্টেশন কর্তৃক বাখরাবাদ গ্যাস পাইপ লাইন থেকে মিটার টেম্পারিং করে গ্যাস চুরি করে আসছিল। শনিবার দুপুরের দিকে বাখরাবাদ গ্যাসের ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ ইউসুফ আলীর নেতৃত্বে ভিজিল্যান্স টিমের সদস্যরা ওই দুটি সিএনজি স্টেশনে গ্যাস চুরির বিষয়টি নিশ্চিত হয়ে সংযোগ বিচ্ছিন্ন ও মিটার কর্তন করে। বাখরাবাদ গ্যাসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) নাঈমুল করিম খান জানান, গত এক মাসে অভিযান চালিয়ে গ্যাস চুরির অভিযোগে শনিবার পর্যন্ত ১৫টি সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
×