ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জমে উঠেছে হকারদের নিত্য হাঁকডাক, বেচাকেনা

উচ্ছেদের ১৮ ঘণ্টার মধ্যেই গুলিস্তানে ফুটপাথ বেদখল

প্রকাশিত: ০৫:৫৮, ২৯ অক্টোবর ২০১৬

উচ্ছেদের ১৮ ঘণ্টার মধ্যেই গুলিস্তানে ফুটপাথ বেদখল

স্টাফ রিপোর্টার ॥ সিটি কর্পোরেশনের বড় ধরনের অভিযানের ১৮ ঘণ্টা পর আবারও গুলিস্তানের ফুটপাথ ও সড়ক দখল করে হকাররা জমজমাট ব্যবসা ফেঁদে বসেছে। শুক্রবার সকাল থেকে যথারীতি নিজ নিজ স্থানে মালামালের পসরা সাজিয়ে বসে যান তারা। তাদের কারণে যান চলাচলে বিঘ্নের সৃষ্টি হলেও সেদিকে কারও খেয়াল নেই। আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা নজর দেয়নি। এদিকে পল্টন থানার ওসি রফিকুল ইসলাম জনকণ্ঠকে জানান, বৃহস্পতিবার হকার উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় পল্টন থানায় কোন মামলা বা জিডি হয়নি। কাউকে গ্রেফতারও করা হয়নি। তবে নিরাপত্তা যাতে বিঘিœত না ঘটে সেজন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি রফিকুল জানান। শুক্রবার সরেজমিন ঘুরে দেখা গেছে, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের প্রবেশ মুখ থেকে গুলিস্তানের বঙ্গবন্ধু স্কোয়ার হয়ে গোলাপশাহ মাজার পর্যন্ত সড়কের দু’ধারে অসংখ্য হকার বসেছেন। বৃহস্পতিবার বিকেলে উচ্ছেদে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনায় ফুটপাথে চোকি ও ছাউনি নষ্ট হয়ে যাওয়ায় পুনরায় নতুন করে ছাউনি বানিয়ে মালামালের নানা পসরা বসিয়েছেন তারা। গুলিস্তান কমপ্লেক্স থেকে গোলাপশাহ মাজার পর্যন্ত সড়কের অর্ধেক চলে গেছে হকারদের দখলে। সড়ক বন্ধ করে কাপড়, জুতা, ফল, ব্যাগসহ নানা পণ্যের বাজার বসিয়ে ব্যবসা চালিয়েছে। আর গুলিস্তার আন্ডারপাসের প্রবেশ মুখ বেলা দুইটা পর্যন্ত বন্ধ ছিল। এরপরই আবার হকাদের সেখানে ব্যবসা চালাতে দেখা গেছে। এসব ফুটপাথ দখল হলেও পুলিশকে কিছু বলতে বা তৎপরতা চালাতে দেখা যায়নি। বরং পুলিশ নিরাপদ স্থানে দাঁড়িয়ে ছিলেন। সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোস্তফাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য জানান, আমাদের প্রশ্ন না করে রাজনৈতিক নেতাদের করুন।
×