ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কঠিন চীবর দানে অংশ নিলেন হাজারো ভক্ত

প্রকাশিত: ০৫:৩৯, ২৯ অক্টোবর ২০১৬

কঠিন চীবর দানে অংশ নিলেন হাজারো ভক্ত

স্টাফ রিপোর্টার ॥ ভিক্ষুসংঘের উদ্দেশে দানোত্তম কঠিন চীবর দানে অংশ নিলেন হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী ও ভক্ত। শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান এই শুভ কঠিন চীবর দানোৎসবের আয়োজন করা হয়। এতে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এবং চট্টগ্রাম ও কক্সবাজার থেকে বৌদ্ধ উপাসকরা অংশ নেন। দি ওয়ার্র্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ ঢাকা অঞ্চলের উদ্যোগে এই মহতী পুণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণ জাদি, রাম জাদি ও বহু বৌদ্ধ স্থাপনার প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধর্মীয় গুরু শ্রীমৎ উ পঞঞা জোত মহাথের (গুরুভান্তে)। বেলা তিনটায় হাজারো ভক্তের উপস্থিতিতে শুরু হয় কঠিন চীবর দানোৎসব ও একক ধর্মদেশনা। অনুষ্ঠানে মূল চীবর দান করেন তরণী কুমার সিংহ। এরপর ভক্তরা সারিবেঁধে ভিক্ষুসংঘের উদ্দেশে চীবর দান করেন। চীবর দানকালে প্রধান ধর্মাদেশক শ্রীমৎ উ পঞঞা জোত মহাথের (গুরুভান্তে) প্রার্থনাসভা পরিচালনা করেন। কঠিন চীবর দান উৎসবের আগে অষ্টশীল প্রার্থনা করেন অপু বড়ুয়া। অনুষ্ঠানে আগত বৌদ্ধ উপাসকরা ভিক্ষুসংঘের উদ্দেশে কঠিন চীবর, অষ্টপরিষ্কারসহ নানাবিধ দানীয় উপকরণ দান করে পুণ্য সঞ্চয় করেন। অনুষ্ঠানে জগতের কল্যাণের জন্য সদ্ধর্ম দেশনা করেন শ্রীমৎ উ পঞঞা জোত মহাথের (গুরুভান্তে)। একক ধর্মদেশনা পর্বে তিনি বুদ্ধের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন। তিনি বুদ্ধের জ্ঞানলাভের তিনটি স্তরের বর্ণনা দেন। তিনি বলেন, বুদ্ধের শিক্ষা অনুসরণে আমাদের সম্যক জ্ঞান লাভের চেষ্টা করতে হবে। তিনি বুদ্ধের জীবন থেকে শিক্ষা নিয়ে জ্ঞান সাধনার ওপর জোর দেন। তিনি বলেন, বুদ্ধের নির্দেশাবলী পালন করতে অবশ্যই আমাদের সদা সত্যবাদী হতে হবে। ভাল কিছু অর্জনের জন্য অবশ্যই প্রতিজ্ঞা থাকতে হবে। শুধু নিজের সম্প্রদায়ের কল্যাণে নয়, অন্য জাতি ও ধর্মের মানুষের কল্যাণেও কাজ করতে হবে। সব শেষে তিনি কঠিন চীবর দান অনুষ্ঠানের মাধ্যমে অর্জিত পুণ্যরাশি দেশ ও জাতি তথা সারা বিশ্বের সুখ সমৃদ্ধি কামনায় বিতরণ করেন। কঠিন চীবর দান অনুষ্ঠান সঞ্চালন করেন সুপর্ণ বড়ুয়া এ্যানি এবং অং অং থোয়াই।
×