ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুমন্ত গুপ্ত

ব্ল্যাকের ঊনমানুষ

প্রকাশিত: ০৬:২৯, ২৭ অক্টোবর ২০১৬

ব্ল্যাকের ঊনমানুষ

২০১১ সালে বাজারে আসে ব্ল্যাকের সর্বশেষ এ্যালবাম। ব্যান্ডের লাইনআপ পরির্বতনসহ নানা কারণে এরপর আর কোন একক এ্যালবাম প্রকাশ করেনি এই হার্ডরক ব্যান্ড। দীর্ঘ পাঁচ বছর পর নতুন এ্যালবাম নিয়ে এসেছে ব্ল্যাক। এটি তাঁদের পঞ্চম একক, নাম ‘ঊনমানুষ’। জি সিরিজের ব্যানারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মোড়ক উন্মোচিত হলো রাশিয়ান কালচারাল সেন্টারে । দীর্ঘদিন ধরে ব্ল্যাক ভক্তরা উন্মুখ হয়েছিলেন এই দিনটির জন্য। এক ব্ল্যাক ভক্ত সুলতান সালাউদ্দিন তার ফেসবুক স্ট্যাটাসে বলেন ‘ব্ল্যাকের জন্য ঊনমানুষ এ্যালবামটা টার্নিং পয়েন্ট! আমার পৃথিবী এবং উৎসবের পর এ্যালবাম দুটো ছিল বিস্ময়কর অল্টারনেটিভ রক! সেই সাউন্ড, মিউজিকাল ভেরিয়েশন ও টিউন আর সো ইনোভেটিভ, সময়ে জনের কোয়ালিটি টের পাওয়া যাচ্ছে। ড্রামার টনির কারণে তাহসান, জন এখন নেই। তাই যারা আছে তাদের নিয়ে ফাইট এ্যান্ড মিউজিক কেমন জমে দেখার অপেক্ষায়!’ প্রসঙ্গত, ব্ল্যাকের সর্বশেষ এ্যালবাম সেলফ টাইটেলে প্রকাশ পায় ২০১১ সালে। তার আগে প্রকাশ পায় ‘আমার পৃথিবী’ (২০০১), ‘উৎসবের পর’ (২০০৩) এবং ‘আবার’ (২০০৮)। ‘ঊনমানুষ’ এ্যালবামে গান আছে মোট ৯টি গান। এর মধ্যে ইমন জুবায়েরের লেখা ৩টি গান, চালর্সের লেখা ৪টি এবং জাহানের লেখা ২টি গান রয়েছে। একসময়ের জনপ্রিয় এ ব্যান্ড দলে ছিলেন তাহসান ও জন কবিরের মতো জনপ্রিয় সঙ্গীত তারকা। কিন্তু, এখন ‘ব্ল্যাক’ জুড়ে নতুনদের উপস্থিতি। অবশ্য প্রতিষ্ঠাতা সদস্য টনি ও জাহান এখনও ব্যান্ডে আছেন। জন-তাহসানহীন বর্তমান ব্ল্যাককে নতুন করেই আবিষ্কার করতে হবে শ্রোতাদের। কারণ জন ছেড়ে যাওয়ার পর ব্ল্যাকের ভোকাল হিসেবে যোগ দিয়েছেন রুবাইয়াৎ। আর বেজ গিটারিস্ট হিসেবে নতুন মুখ চার্লস। নতুন এই এ্যালবাম এ ভোকাল পরিবর্তন হয়েছে। সময়ের সঙ্গে এবার গানের ধরনে খানিক পরিবর্তন এসেছে। আগে যেমন নিচু স্বরের গান বেশি থাকলেও এবারের এ্যালবামে হাইপিচের কম্পেজিশনগুলো প্রথমবারের মতো থাকছে।’ তবে মিউজিকে ব্ল্যাকের অরিজিন বিষয়টি থাকছেই।
×