ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে এমপির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

প্রকাশিত: ০৫:৫৭, ২৭ অক্টোবর ২০১৬

নীলফামারীতে এমপির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দুর্নীতিবাজ ঘুষখোর আখ্যা দিয়ে নীলফামারী ৪ (সৈয়দপুর আংশিক কিশোরীগঞ্জ) আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শওকত চৌধুরীর বিরুদ্ধে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কিশোরীগঞ্জ উপজেলার জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ শত শত সাধারণ মানুষজন। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে ঝাড়ু হাতে বিভিন্ন সেøাগানে বিক্ষোভ মিছিল বের করে গোটা উপজেলা শহরের সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা জাতীয় পার্টির অফিসের সামনে সমাবেশে মিলিত হয় জাতীয় পার্টি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উপজেলা যুব সংঘটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তারা অভিযোগ তুলে বলেন, জাতীয় পার্টির এমপি শওকত চৌধুরী ও তার প্রতিনিধি রেজাউর রহমান ফিলিপ উপজেলা ডিগ্রী কলেজে গোপনে কোটি টাকার বিনিময়ে বিএনপি পরিবারের ৪ জনকে চাকরি প্রদান, টিআর কাবিখা ও কাবিটা প্রকল্পের কোন কাজ না করে দুই কোটি টাকা আত্মসাত, ১০ টাকা কেজি দরের চাল বিক্রির জন্য বিএনপি ও জামায়াতের ২৭ ডিলার নিয়োগে অর্থ বাণিজ্য করেছে। এসব ঘটনায় এমপি শওকত চৌধুরী ও তার প্রতিনিধি রেজাউর রহমান ফিলিপের অনিয়ম দুর্নীতির সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করা হয়। বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দফতর সম্পাদক তুহিন মিয়া, উপজেলার শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন, উপজেলা যুব সংঘতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কিশোরীগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম, নিতাই ইউনিয়নের জাতীয় পার্টির সহ-সভাপতি লেবু মিয়া।
×