ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নৌবাহিনীতে এ বছরই দুটি সাবমেরিন যুক্ত হচ্ছে

প্রকাশিত: ০৮:০৬, ২৬ অক্টোবর ২০১৬

নৌবাহিনীতে এ বছরই দুটি সাবমেরিন যুক্ত হচ্ছে

বাংলাদেশ নৌবাহিনীর বহরে চলতি বছরেই দুটি সাবমেরিন যুক্ত হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতকালে নৌবাহিনী প্রধান এ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ তাঁকে এ বিষয়ে অবহিত করেন। খবর বাসসর। নৌবাহিনী প্রধান বলেন, সাবমেরিনগুলো শীঘ্রই বাংলাদেশে এসে পৌঁছাবে। নৌবাহিনীর ফ্রিগেটের নির্মাণ প্রক্রিয়াধীন বলেও তিনি জানান। নৌবাহিনী প্রধান আগামী ৮ নবেম্বর বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস ঈশা খাঁতে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড কনফারমেন্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। বৈঠককালে রাষ্ট্রপতি আবদুল হামিদ সামুদ্রিক সম্পদ ও দেশের সমুদ্রসীমা রক্ষায় আরও তৎপর হওয়ার জন্য নৌবাহিনীকে নির্দেশ দেন। বিইআরসি চেয়ারম্যানের সাক্ষাত ॥ রাষ্ট্রপতি আবদুল হামিদ মঙ্গলবার গ্যাস- বিদ্যুতের অপচয় বন্ধ করা এবং জাতীয় উন্নয়নে সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) নির্দেশ দিয়েছেন। বৈঠককালে বিইআরসি চেয়ারম্যান মোঃ মাকসুদুল হক জানান, ‘গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড পলিসি’র আওতায় ৭ হাজার ৭শ’ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে এবং এ তহবিল থেকে গ্যাস ও বিদ্যুত খাতের বিভিন্ন প্রকল্পে অর্থ সহায়তা দেয়া হচ্ছে।
×