ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুকদের নিয়ে ভনের উদ্বেগ

প্রকাশিত: ০৬:৩১, ২৬ অক্টোবর ২০১৬

কুকদের নিয়ে ভনের উদ্বেগ

স্পোর্টস রিপোর্টার ॥ চট্টগ্রাম টেস্টে অল্পের জন্য বেঁচে গেছে ইংল্যান্ড। পঞ্চমদিনে এসে কাঁপতে কাঁপতে জিতেছে ২২ রানে। সামনে ভারত সফরে দীর্ঘ পাঁচ টেস্টের সিরিজে অংশ নেবে ইংলিশরা। শুক্রবার ঢাকায় শুরু হতে যাওয়া দ্বিতীয় ম্যাচেও এমন দৈন্য চলতে থাকলে এ্যালিস্টার কুকের দল ভারতের কাছে ৫-০তে ‘হোয়াইটওয়াশ’ হবে বলে মনে করছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন! তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে যেভাবে খেলছে, এমন হলে ভারতের মাটিতে আসন্ন টেস্ট সিরিজ ৫-০ ব্যবধানে হারবে ইংল্যান্ড।’ পাশাপাশি ১৪ মাস পর টেস্ট খেলতে নামা বাংলাদেশের এমন পারফর্মেন্সে মুগ্ধ হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক এ্যালিস্টার কুক। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, ‘ম্যাচে এত প্রতিদ্বন্দ্বিতা হবে, ভাবতেই পারিনি।’ আর বাংলাদেশের এমন লড়াই দেখে ইংলিশদের তারকা পেসার স্টুয়ার্ট ব্রড তো বলেই দিয়েছেন, ‘তার ক্যারিয়ারের সেরা পাঁচ ম্যাচের মধ্যে এটি জায়গা করে নিল।’ তবে ইংল্যান্ডের পারফর্মেন্সে উদ্বিগ্ন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ভন। দলের পারফর্মেন্সে হতাশ হয়ে ভন বলেন, ‘দ্বিতীয় টেস্টেও ইংল্যান্ডের পারফর্মেন্সে যদি এমনই হয়, তবে আমি নিশ্চিত ভারতের মাটিতে টেস্ট সিরিজে ৫-০ ব্যবধানে হারবে দল। ব্যাটিংয়ে ৩০-৪০ রান করতে গিয়ে ইংল্যান্ডের টপঅর্ডারের তিন ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে। ভারতের বিপক্ষেও এমন ঘটলে সিরিজ বড় ব্যবধানে হারবে ইংল্যান্ড।’ ভারতের মাটিতে ভাল খেলতে হবে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ভাল খেলার পরামর্শ দিলেন ভন, ‘জয় পেতে হলে ইংল্যান্ডকে ভাল খেলতে হবে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ভাল ক্রিকেট খেলতে হবে। নয়তো চরম খারাপ কিছুর সম্মুখীন হতে হবে তাদের।’ ভনের মতে ইংল্যান্ডের পারফর্মেন্স নিয়ে চিন্তিত ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিসও। তাই দলের ব্যাটসম্যান ও বোলারদের আরও ভাল করার পরামর্শ দিলেন তিনি, ‘লাইন-লেন্থে আমাদের স্পিনারদের আরও ধারাবাহিক হতে হবে। ব্যাটসম্যানদেরও আরও সচেতন হতে হবে। স্পিনারদের ঠিকমতো সামলাতে পারেনি তারা।’ পরীক্ষার জন্য প্রস্তুত হাফিজ স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে পরীক্ষা দিতে নিজেকে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই তারকা অলরাউন্ডার। এ সম্পর্কে হাফিজ বলেছেন, ‘আইসিসির পরীক্ষাটির জন্য আমি কিছুটা সময় নিয়েছি। কারণ হাঁটুর সমস্যার কারণে শতভাগ ফিট ছিলাম না। কিন্তু এখন পুরোপুরি সুস্থ। পিসিবিকে জানিয়ে দিয়েছি আইসিসি’র কাছ থেকে তারিখ নিয়ে আসার জন্য।’ ৫০ টেস্ট, ১৭৭ ওয়ানডে ও ৭৭টি টি২০ ম্যাচ খেলা ৩৬ বছর বয়সী হাফিজ বর্তমান পাকিস্তান দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার। ২০১৪ সাল থেকেই তার বোলিং এ্যাকশন নিয়ে সংশয় দেখা দেয়। ঐ বছর নভেম্বরে দ্বিতীয়বারের মতো অবৈধ বোলিং এ্যাকশনের কারণে ২০১৫ সালের জুলাইতে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে কেবল বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। হাফিজ বলেছেন, ‘যখন বোলিং করা থেকে বিরত থাকার নির্দেশ পাই তখন আমি ব্যাটিংয়ের ওপর গুরুত্ব দেই। আমি মনে করেছি কয়েকটি ম্যাচে না হয় ভাল একজন ব্যাটসম্যান হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করে তুলি।’
×