ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী

প্রকাশিত: ০৪:০৫, ২৬ অক্টোবর ২০১৬

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশ আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। মঙ্গলবার কেন্দ্রীয় পর্যায় থেকে তার নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চট্টগ্রাম আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, মহিবুল হাসান নওফেলকে কেন্দ্রীয় কমিটিতে স্থান দেয়ার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে এবিএম মহিউদ্দিন চৌধুরীকেই মূল্যায়ন করা হয়েছে। নওফেল নিজেও সংবাদ মাধ্যমকে দেয়া তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘বাবার ত্যাগের স্বীকৃতি পেয়েছি’। আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেও চট্টগ্রামের প্রবীণ ও অভিজ্ঞ নেতাদের পরামর্শ নিয়েই কাজ করবেন বলে মত ব্যক্ত করেন নওফেল। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৫ অক্টোবর ॥ আওয়ামী লীগের নবাগত প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি বলেছেন, দেশনেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এ কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐক্যের প্রতীক। সুতরাং আওয়ামী লীগে কিছুতেই অনৈক্য ও বিভেদ প্রশ্রয় পাবে না। মতান্তর হতে পারে; কিন্তু বিভেদ হবে না। আওয়ামী লীগকে তৃণমূল পর্যন্ত সুশৃঙ্খল করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, জনগণের সঙ্গে নেতাকর্মীদের আচার-আচরণের বিষয়টিকে গুরুত্ব দেয়া হবে। কেন না ১০টি বড় অর্জন, দুটি খারাপ কাজেই ধূলিসাৎ হবে! আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেক কুরাইশী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশার সরকার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল প্রমুখ। বরিশালে মাহেন্দ্র ও ট্রাক সংঘর্ষ ॥ নিহত দুই স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর আশোকাঠী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় মঙ্গলবার বেলা এগারোটার দিকে যাত্রীবাহী মাহেন্দ্রর সঙ্গে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সংষর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহতরা হলেন, বাটাজোর এলাকার মাহেন্দ্র চালক সুজন (৩০) ও যাত্রী সুমন ম-ল (৩২)। আহত জয়নাল আবেদীন, খোকন, জানে আলম ও স্বপনকে মুমূর্ষু অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×