ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘাম ঝরানো জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০৫:৫৮, ২৫ অক্টোবর ২০১৬

ঘাম ঝরানো জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার ॥ ঘাম ঝরানো জয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল ২-১ গোলে হারিয়েছে এ্যাথলেটিক বিলবাওকে। বিজয়ী দলের হয়ে গোল করেন করিম বেঞ্জামা ও আলভারো মোরাটা। অতিথিদের হয়ে একটি গোল করেন মেরিনো জুলোয়াগা। রিয়াল জিতলেও লীগে প্রথম হারের স্বাদ পেয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। সেভিয়ার মাঠে ১-০ গোলে হেরেছে দিয়াগো সিমিওনের দল। এই হারে শীর্ষস্থান তো হারিয়েছেই, এ্যাটলেটিকোর অবস্থান এখন পাঁচ নম্বরে! পরশুর অন্যান্য ম্যাচে সেল্টা ভিগো ৪-১ গোলে ডিপোর্টিভো লা করুনাকে, মালাগা ৪-০ গোলে লেগানেসকে ও ভিয়ারিয়াল ২-১ গোলে লাস পালমাসকে পরাজিত করে। বর্তমানে নয়টি করে ম্যাচ শেষে রিয়ালের ভা-ারে জমা সর্বোচ্চ ২১ পয়েন্ট। ২০ পয়েন্ট নিয়ে রিয়ালের ঠিক পরেই সেভিয়া। ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা ও ভিলারিয়াল। প্রথম থেকে পঞ্চম স্থানে নেমে যেতে হয়েছে এ্যাটলেটিকোকে। তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। লা লিগায় দীর্ঘদিন পর দেখা যাচ্ছে শিরোপা জয়ের জন্য পাঁচটি দলের এমন জমজমাট লড়াই। নিজেদের মাঠে এ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে জিততে বেশ কষ্টই করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। দলের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই ম্যাচেও কাটাতে পারেননি গোলখরা। সান্টিয়াগো বার্নাব্যুতে টানা চারটি ম্যাচে গোলশূন্য থাকলেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। এবারের মৌসুমে লা লিগায় রোনাল্ডো করেছেন মাত্র দুই গোল। তবে সি আর সেভেন গোল না পেলেও রিয়ালকে জয়ের বন্দরে নিয়ে গেছেন বেঞ্জামা ও মোরাটা। ম্যাচের সপ্তম মিনিটে বেঞ্জামা করেন প্রথম গোল। ২৭ মিনিটে এই গোল পরিশোধ করে খেলায় সমতা ফেরান বিলবাওয়ের ফরোয়ার্ড মেরিনো। এরপর দীর্ঘ সময় ম্যাচে ছিল এই ১-১ ব্যবধানের সমতা। শেষ পর্যায়ে ৮৩ মিনিটে রিয়ালের হয়ে জয়সূচক গোল করেন মোরাটা। এবারের মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত হারের মুখ দেখতে হয়নি শুধু রিয়াল মাদ্রিদ ও ভিলারিয়ালকে। ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ভিলারিয়াল। ২৩ অক্টোবর ছিল রিয়াল তারকা মোরাটার ২৪তম জন্মদিন। এই দিনে বদলি হিসেবে নেমে গোল করে দলকে দারুণ জয় পাইয়ে দেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ম্যাচ শেষে তিনি সতীর্থ রোনাল্ডোর পক্ষে কথা বলেন। রোনাল্ডো ম্যাচে অনেক সুযোগ নষ্ট করলেও খেসারত দিতে হয়নি রিয়ালকে। বদলি হিসেবে নেমে গোল করে দলকে উদ্ধার করেন মোরাটা। ম্যাচ শেষে তিনি বলেন, আমাদের কাছে সে (রোনাল্ডো) দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আর আমি মনে করি সে প্রচুর গোল করে, কিন্তু সে যন্ত্র নয়। সে মানুষ, তার গোলের সুযোগ নষ্ট করার অধিকার আছে। মোরাটা আরও বলেন, আপনি যখন মৌসুমে প্রায় ৭০টি গোল করতে অভ্যস্ত, এটা তখন গোলের প্রতি আসক্তির মতো। অন্যদিকে লা লিগার শুরুটা ভালভাবেই করেছিল এ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম আট ম্যাচের পাঁচটিতেই জয় দিয়ে টানা দুই সপ্তাহ ছিল পয়েন্ট তালিকার শীর্ষস্থানে। তবে নিজেদের নবম ম্যাচে হোঁচট খেতে হয়েছে তাদের। প্রথমবারের মতো হারতে হয়েছে সিমিওনের দলকে। এদিকে ভালেন্সিয়ার বিরুদ্ধে শনিবার রাতে বার্সিলোনার ৩-২ গোলে জেতা ম্যাচটি ছিল কাতালান ক্লাবটির হয়ে লা লিগায় নেইমারের শততম ম্যাচ। প্রথম ১০০ ম্যাচের পরিসংখ্যান বিবেচনায় লিওনেল মেসির চেয়ে এগিয়ে আছেন ব্রাজিলিয়ান তারকা। ২০১৩ সালের আগস্টে লেভান্তের বিরুদ্ধে ম্যাচ দিয়ে লা লিগায় অভিষেক হয় নেইমারের। এর পর থেকে স্পেনের শীর্ষ লীগে এখন পর্যন্ত ৫৯টি গোল করেছেন তিনি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩০টি গোল। লীগে বার্সিলোনার হয়ে ১০০ ম্যাচ খেলার পর মেসির নামের পাশে ছিল না এত গোল, ওই ম্যাচগুলোয় এত অবদানও ছিল না তার। অবশ্য প্রথম এক শ’ ম্যাচের হিসেবে নেইমারের চেয়ে এগিয়ে রোনাল্ডো।
×