ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সালিশে দম্পতি গ্রামছাড়া সংবাদে তোলপাড়॥ অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০১:১৭, ২৪ অক্টোবর ২০১৬

সালিশে দম্পতি গ্রামছাড়া সংবাদে তোলপাড়॥ অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ জনকণ্ঠে প্রকাশিত ‘নওগাঁর মান্দায় সালিশে দম্পতি গ্রামছাড়া’ সংবাদে গোটা জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার একদিন পরেই ওই দম্পতিকে গ্রামে ফিরিয়ে আনা হয়েছে। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লা তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে সোমবার বিকেলে মান্দা উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান সাইদুর রহমান দাবি করেন, জনকণ্ঠসহ বিভিন্ন পত্র-পত্রিকায় গ্রাম আদালতে বিচারের মাধ্যমে দম্পতিকে গ্রাম ছাড়া করার যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ সঠিক নয়। গত ২০ আগস্ট এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রেজাউল ইসলাম নামে এক যুবকের কাছ থেকে আমার অগোচরে স্থানীয় মাতব্বররা ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে। পরবর্তীতে জরিমানার বিষয়টি জানার পর এবং ওই গৃহবধুর স্বামী মন্টু অভিযুক্ত যুবক রেজাউল তাঁদের আত্মীয় বলে দাবি করলে আদায়কৃত জরিমানার ৬০ হাজার টাকা তাকে ফেরত দেয়া হয়। এছাড়াও মন্টু-মুক্তা দম্পতিকে গ্রামছাড়া করা হয়নি। তারা নিজেরাই ঘটনার পর লোকলজ্জার ভয়ে আত্মীয়ের বাড়িতে গিয়েছিল বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এসময় মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, নুরুল্লাবাদ ইউনিয়নের মেম্বার খোরশেদ আলম, আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
×